দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে ভাতার এমপি হাইস্কুল মাঠে আয়োজিত নক আউট ফুটবল টুর্ণামেন্টের অন্তিম ম্যাচটির খেলা হল শনিবার ইংরাজী নতুন বছরের প্রথম দিনে । ভাতার একাদশ আ্যথালেটিক্স ক্লাবের পরিচালনায় আয়োজিত এই ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হল ভাতার ফুটবল আ্যাকাডেমি । তারা প্রতিদ্বন্দ্বী মেমারি ফুটবল আ্যাকাডেমিকে ২-০ গোলে পরাজিত ৷ শতাধিক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান ।
প্রায় এক মাস আগে শুরু হয়েছিল রেণুকাবালা স্মৃতি বিজয়ী ও উমাশঙ্কর যশ স্মৃতি বিজিত এই নকআউট ফুটবল টুর্ণামেন্টটি । পূর্ব বর্ধমান জেলার ৮ দল টুর্ণামেন্টে অংশগ্রহন করে । ফাইনালে ওঠে ভাতার ফুটবল আ্যাকাডেমি ও মেমারি ফুটবল আ্যাকাডেমি । এদিন ছিল ফাইনাল খেলা । এদিনের ৯০ মিনিটের এই খেলায় প্রথম অর্ধে কোনও দলই গোল করতে সক্ষম হয়নি । কিন্তু দ্বিতীয়ার্ধের খেলার মিনিট দশেকের মাথায় প্রথম গোলটি করেন ভাতার ফুটবল আ্যাকাডেমির স্ট্রাইকার তরুন বাগদি । ঠিক তার মিনিট পাঁচেকের মাথায় বর্ষণ হেমব্রম দ্বিতীয় গোলটি করেন । তারপর আর একটিও গোল শোধ করতে পারেননি মেমারি ফুটবল আ্যাকাডেমিকের খেলোয়াড়রা । ভাতার একাদশ ক্লাবের স্থায়ী সভাপতি পরেশনাথ হাজরা জানিয়েছেন,বিজয়ী দলকে ট্রফি ও ১২ হাজার টাকা আর্থিক পুরষ্কার এবং বিজিত দলের হাতে ট্রফি ছাড়াও ১০ হাজার টাকা আর্থিক পুরষ্কার তুলে দেওয়া হয়েছে । এছাড়া ম্যাচের সেরা, টুর্ণামেন্টের সেরা,সেরা গোলরক্ষককে পুরষ্কৃত করা হয়েছে ।
এদিনের ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী,মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীসহ বিশিষ্ঠজনেরা । মানগোবিন্দবাবু অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আয়োজক ক্লাবকে ভাতার এমপি হাইস্কুল মাঠের সম্প্রসারণ ও সংস্কারের জন্য উদ্যোগী হতে আহ্বান জানান । এই মাঠের উন্নয়নের বিষয়ে ক্লাবকে সর্বতোভাবে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন ভাতারের বিধায়ক ।।