শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ জানুয়ারী : নাবালিকাকে অপহরণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ ৷ পুলিশ জানিয়েছে,ধৃতরা হল বাবা বাপি যশ ও তার ছেলে দীপঙ্কর যশ। ধৃতদের বাড়ি ভাতার থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ভাতার থানা এলাকার এক নাবালিকা মাস দুয়েক আগে নিখোঁজ হয়। এরপরই পরিবারের লোকজন জানতে পারেন দীপঙ্কর যশ নামে এক প্রতিবেশী যুবক তাদের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে গেছে। এরপরই পরিবারের তরফে ভাতার থানায় অপহরণের মামলা দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভাতার থানার পুলিশ। নাবালিকার অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত যুবকের বাবা বাপি যশকে প্রথমে গ্রেফতার করা হয়। ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতে নেয় পুলিশ। আজ শুক্রবার ভোরে অভিযুক্ত দীপঙ্কর যশকে ভাতার থানা এলাকা থেকে গ্ৰেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। পাশাপাশি অপহৃত নাবালিকাকে উদ্ধার করে গোপন জবানবন্দির জন্য বর্ধমান আদালতে পেশ করা হয়।।