শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০২ ডিসেম্বর : মাঠে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক খেতমজুরের । মৃতের নাম উত্তম মাল(৪৫)৷ তাঁর বাড়ি ভাতার থানার এরুয়ার গ্রামে । দীর্ঘ প্রায় ৭ দিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় আজ সোমবার মৃত্যু হয় তার । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
জানা গেছে,এরুয়ার গ্রামের বাসিন্দা উত্তম মালের বাড়িতে রয়েছেন বিধবা মা,স্ত্রী ও দুই ছেলে৷ পরিবারের সকলেই খেতমজুরের কাজ করেন । অত্যন্ত হতদরিদ্র পরিবার । খেতমজুরের কাজের পারিশ্রমিক থেকে তাদের কোনো রকমে চারজনের সংসার চলত । ঘটনাটি ঘটে গত সোমবার । ওইদিন গ্রামের এক কৃষকের জমির ধানের আঁটি বাঁধার কাজ করছিলেন উত্তম মাল । তিনি একমনে কাজ করার সময় হঠাৎ একটা বিষধর সাপ এসে তার পায়ে ছোবল মারে৷ তিনি চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন । এরপর তাদের দ্রুত উদ্ধার করে ভাতার গ্রামীন হাসপাতালে আনা হয় । সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে । কিন্তু শেষ রক্ষা হয়নি । ওই হতদরিদ্র পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ।।