দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২২ ডিসেম্বর : ঘুমন্ত অবস্থায় এক বিধবা মহিলার উপর প্রাণঘাতী হামলা চালানোর পর মরে গেছে মনে করে মালা পড়িয়ে চম্পট দিল হামলাকারী । বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শ্রীপুর গ্রামে । বৃহস্পতিবার সকালে ভানি বাগদি(৪৫) নামে ওই মহিলাকে রক্তাক্তবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । তাঁর চোখের পাশে, কপালের ওপর একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে । মহিলার অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে ভাতার হাসপাতালের চিকিৎসকরা ।
এই ঘটনায় আক্রান্ত মহিলার মেয়ে ছন্দা সরকার অজ্ঞাতপরিচয় হামলাকারীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । এদিকে মহিলার উপর হামলার কারন নিয়ে ধন্দ্বে পুলিশ । তবে আক্রান্ত মহিলার মেয়ের সন্দেহ তাঁর মা’কে কেউ কুপ্রস্তাব দিয়েছিল । আর সেই প্রস্তাব অস্বীকার করায় এই হামলার ঘটনাটি ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,শ্রীপুর গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর ভানি বাগদির স্বামী কয়েকবছর আগে মারা গেছেন । তাঁদের তিন মেয়ে । সকলের বিয়ে হয়ে গেছে । বাড়িতে একাই থাকেন ভানিদেবী । এদিন অনেক বেলা পর্যন্ত তিনি ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয় । তারপর তাঁরা ভানিদেবীর ঘরে ঢুকতেই তাঁকে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । মহিলার বুকের উপর একটি গাঁদা ফুলের মালাও দেখতে পাওয়া যায় । এরপর প্রতিবেশীরা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । পরে খবর পেয়ে আক্রান্ত মহিলার মেয়েরা ছুটে আসেন । আক্রান্তের মেয়েদের সন্দেহ হামলাকারী তাঁদের মাকে খুন করতে চেয়েছিল । সেই কারনে মরে গেছে মনে করে তাঁদের মাকে মালা পড়িয়ে পালায় দুষ্কৃতীরা । পুলিশের প্রাথমিকভাবে অনুমান আক্রান্ত মহিলার খুব পরিচিত কেউ এই ঘটনার সাথে যুক্ত । মহিলার ঘরের পাশে হামলায় ব্যবহৃত একটি গাছের ডাল পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে । তবে এই ঘটনায় এদিন দুপুর পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই ।।