দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ১৬ বছরের এক কিশোরীর নিকাহ রুখল প্রশাসন ও চাইল্ডলাইনের প্রতিনিধিরা । জানা গেছে,ভাতার থানার বেলেন্ডা গ্রামে বাড়ি ওই কিশোরীর । সে বাবা মায়ের একমাত্র সন্তান । ভাতার গার্লস হাইস্কুলে পড়াশোনা করে মেয়েটি । বর্ধমান শহরের কৃষ্ণপুর সিটি টাওয়ার হোটেল সংলগ্ন এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করেছিল পরিবার । বুধবার ছিল বিয়ের দিন ।
জানা গেছে,ধর্মীয় রীতি মেনে মেয়েটির নিকাহের আয়োজন সম্পূর্ণ হয়ে গিয়েছিল । সেই সময় ভাতার থানার পুলিশবাহিনীকে সঙ্গে নিয়ে কিশোরীর বাড়িতে হাজির হয়ে যায় ভাতার বিডিও অফিস ও পূর্ব বর্ধমান চাইল্ড লাইনের প্রতিনিধিরা । প্রশাসনের প্রতিনিধিরা মেয়েটির পরিবারকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে আটকে দেয় । কিশোরীর বাবা-মা মুচলেকা দিয়ে জানিয়ে দেন ১৮ বছরের নীচে তাঁরা মেয়ের বিয়ে দেবেননা ।।