শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ জুন : পেশায় পরিযায়ী শ্রমিক বাবা-মা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । প্রতিবেশী যুবকের কাছে রাতে ঘুমতে যেত ওই দম্পতির ৯ বছরের শিশুপুত্র । শনিবার রাতেও যথারীতি পাড়ার “কাকু” র কাছে ঘুমতে গিয়েছিল শিশুটি । কিন্তু মদের নেশায় কাকু তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দিল । পরে নিজেকেও রক্তাক্ত করে ওই যুবক । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নতুনগ্রাম এলাকার । গুরুতর জখম প্রদীপ সোরেন (৯) নামে ওই শিশুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির উপর হামলা চালানো বাবুলাল হেমব্রম (২৭)কেও ভর্তি করা হয়েছে হাসপাতালে । তবে হঠাৎ কেন সে শিশুটির উপর হামলা চালিয়েছিল তা স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ ।
জানা গেছে, বাবুলাল লরির খালাসির কাজ করত। কিন্তু বেশ কিছুদিন আগে একটি দুর্ঘটনার পর পায়ে গুরুতর আঘাত লাগে । তারপর সে খালাসির কাজ ছেড়ে দেয় । বাড়িতে একাই থাকে বাবুলাল । অন্যদিকে প্রদীপ সোরেনের বাড়িতে রয়েছে তার বৃদ্ধ দাদু । তবে বাবা-মা না থাকায় প্রতিবেশী বাবুলাল হেমব্রমের কাছে প্রতিদিন রাতে ঘুমতে যেন প্রদীপ । শনিবার রাতেও গিয়েছিল । কিন্তু আজ সকালে সে রক্তাক্ত অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরে আসে । তার পেটে ছিল গভীর ক্ষত । প্রতিবেশীরা শিশুটির এই ভয়ঙ্কর অবস্থা দেখে আৎকে ওঠে । তাকে জিজ্ঞেস করতেই শিশুটি সব কথা খুলে বলে । এরপর প্রতিবেশীরা বাবুলালকে খোঁজাখুঁজি শুরু করে । অবশেষে তাকেও রক্তাক্ত অবস্থায় কিছুটা দূরে গ্রামের রাস্তায় শুয়ে থাকতে দেখতে পায় প্রতিবেশীরা । তবে তার আঘাত গুরুতর নয় । স্থানীয়রা বাবুলালকে চেপে ধরতেই মদের নেশায় শিশুটির পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার কথা স্বীকার করে । এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে দু’জনকে হাসপাতালে ভর্তি করে । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।

