এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ মার্চ : দোলে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করে ফেরার সময় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের ৷ শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝিকরডাঙ্গা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ মৃতের নাম শেখ শান্তি (৩১)। তার বাড়ি ভাতার থানার মিরেপাড়া গ্রামে । রাতেই পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে৷ আজ শনিবার ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ৷
জানা গেছে,মিরেপাড়া গ্রামের বাসিন্দা শেখ শান্তি রাজমিস্ত্রির কাজ করতেন । ঝিকরডাঙ্গা গ্রামে তার এক বন্ধুর বাড়ি । দোল উপলক্ষে বন্ধুর বাড়ির অনুষ্ঠানে শুক্রবার রাতে নিমন্ত্রণ ছিল শেখ শান্তির৷ নিজের বাইকে চড়ে তিনি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলে । কিন্তু ফেরার পথে অজানা গাড়ি তার বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ পরে পুলিশ গিয়ে ঝিকরডাঙ্গা গ্রামের শ্মশানের কাছে জমিতে রক্তাক্তবস্থায় তাকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে,শেখ শান্তির বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং দুই সন্তান। তাঁরই উপর পুরো সংসার নির্ভরশীল ছিল। কিন্তু তার এই মর্মান্তিক মৃত্যুর পর গোটা পরিবার কার্যত পথে বসেছে ।।