শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে দুটি পৃথক পথদুর্ঘটনায় মৃত্যু হল দুজনের । আজ বুধবার সকালে ভাতার থানার হরিপুর এলাকায় বলগোনা-চন্দ্রপুর সড়কপথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় নাজির আলী(৪৫) নামে এক সব্জি ব্যবসায়ীর। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কপথে ভাতারের বড়োপোশলা এলাকায় ৷ বড়োপোশলা এলাকায় বাসিন্দা দীনবন্ধু ঘোষ প্রাতভ্রমণে বের হলে কাটোয়াগামী একটি লরি তাঁকে ধাক্কা দিলে মৃত্যু হয় তার ।
জানা গেছে, ভাতারের মীরা পাড়ায় বাড়ি সব্জি ব্যবসায়ী নজির আলীর । আজ সকালে স্ত্রীকে বলগোনা রেলস্টেশনে পৌঁছে দিতে আসছিলেন তিনি । হরিপুর এলাকায় আসতেই পিছন থেকে একটি ট্রাক্টর নাজির আলীকে সজোরে ধাক্কা মারে । তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন । স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।
অন্যদিকে, অনান্য দিনের মত মঙ্গলবার ভোরেও প্রাতভ্রমণে বের হয়েছিলেন বড়োপোশলা এলাকায় বাসিন্দা দীনবন্ধু ঘোষ । সেই সময় কাটোয়াগামী একটি লরি তাঁকে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।অবস্থার অবনতি হওয়ায় দীনবন্ধু বাবুকে কোলকাতায় স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁর। বুধবার দেহের ময়নাতদন্ত হয়। পুলিশ ঘাতক লরিটিকে আটক করে। দুটি পৃথক পথদুর্ঘটনায় দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।।