কোনো নির্জন পার্কের মাঝে একসাথে হাঁটা নয়
বসবো না কোনো শীতল নদীর শান্ত সীমানায়,
যদি বলি লম্বা মিছিলে হাঁটবো দুজন একসাথে
হে প্রিয়, তবুও কী তুমি ভালোবাসবে আমায় ?
লিওনার্দোর চোখে সুন্দরী মোনালিসার মতো নয়
যদি আঁকতে বলি মাতঙ্গিনীর ছবি বিদ্রোহের খাতায়,
একটাও বিনিদ্র নিশীথ জাগবো না বৃথা প্রেমালাপে
তবুও কী তুমি ঠিক এভাবেই ভালোবাসবে আমায়?
বিরহে কাঁদবো না একদিনও হে প্রিয়তম আমার
জ্বালাবো প্রতিবাদের বহ্নিশিখা চোখের তারায়,
ঊর্মিলা সম ত্যাগে যদি অনুমতি দিই বনবাস যাত্রায়
তবুও, বলো তবু ও কী তুমি ভালোবাসবে আমায়???
পারবো না হতে কোনো লাস্যময়ী প্যারিসের অপ্সরা
বাঁধতে পারবো না তোমায়, কামনার পলকা নগ্নতায়,
যদি আগুন লিখতে চাই আমি, চাই তার উপকরণ
তবুও কী প্রাণ প্রিয় এভাবেই ভালোবাসবে আমায়?
বাঁধবো না ঘর মোরা, খ্যাতিমান রোম নগরীর বুকে
গগনচুম্বী প্রাসাদ থাকবে না এ প্রেমের ঠিকানায়,
বরং কোনো গহন জঙ্গলে গড়বো বসত অবলীলায়
তাহলেও কী তুমি এভাবেই ভালোবাসবে আমায় ?
থাকবো না আমি জুলিয়েট হয়ে রোমিওর অপেক্ষায়
মাদার টেরিজার মতো নামবো পথে সেবার নিশানায়,
যদি মানবিক প্রেম আহুতি দিই নরসেবার যজ্ঞ হেতু
তবুও কী তুমি ভালোবাসবে অগোছালো এই আমায় ?