ভালোবাসার শর্ত হোক শুধুই ভালোবাসা
ছল কপতটার হোক মৃত্যু
আগল ভাঙুক ভালোবাসা !
সীমাহীন পথে যাক ছুটে
মনের পূরাক সব আশা
ভালোবাসার শর্ত হোক শুধুই ভালোবাসা।
দিনান্তের গোধূলি রং মাখুক তব চিত্ত
উদাস বাউল গান গেয়ে- গেয়ে সুখে করুক নৃত্য!
পাখির কলরবে মুখরিত হোক আকাশ- বাতাস, মাঠ- প্রান্তর,
ছুটে বেড়াক ভালোবাসা অহর্নিশি অন্তর ।
অমানিশি অন্ধকার যদি
ঘনায় কখনো আসি
বাঁধন ছিড়ে বেরিয়ে আয় ওরে,
কেন ঘরের কোণে থাকিস বসি?
রামধনুর রং মেখে নে দুহাত ভরে মনে
বৃষ্টি এসে ভিজিয়ে দিক প্রতি ক্ষণে- ক্ষণে। মনের যত শোক তাপ দে’না আজ দূরে ঠেলে
আঁধার মনে আলো আসুক লুটে’নে বাহু মেলে।
ভালোবাসা হোক সব অন্তরে, পূরাক মনের আশা
ভালবাসার শর্ত হোক শুধুই ভালোবাসা!