এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ জানুয়ারী : শেখ হাসিনাকে উৎখাতের পর ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলির হাতে এখন বাংলাদেশের শাসন ক্ষমতা । পাকিস্তানপন্থী ওই জঙ্গিগোষ্ঠীগুলি একদিকে যেমন নিজের দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে, পাশাপাশি ব্যাপক হারে ভারত বিদ্বেষী প্রচার চালাচ্ছে তারা । বাংলাদেশী ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলি চাইছে যেনতেন প্রকারেণ ভারতের সঙ্গে যুদ্ধ বাধাতে । বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশের মধ্যেও মৌলবাদী মানসিকতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে । ভারতের সঙ্গে যুদ্ধ বাধাতে তারা সুযোগ খুঁজছে । আর এই উদ্দেশ্য নিয়ে মালদহের কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম শুকদেবপুরে সোমবার বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি বাধা দেয় । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনায় ছড়ায় । এদিকে ঘটনার কথা চাওড় হতেই শুকদেবপুর গ্রামের প্রচুর সংখ্যক হিন্দু বিএসএফের পাশে এসে দাঁড়ায় । তাদের কারোর হাতে ছিল লাঠি, কারোর হাতে ছিল হাসুয়া । গ্রামবাসীরা “জয় শ্রীরাম”,”বন্দেমাতরম” ও “ভারত মাতা কি জয়” প্রভৃতি স্লোগান দিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীকে খোলাখুলি চ্যালেঞ্জ জানায় । সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
জানা গেছে,সোমবার বিকেলে শুকদেবপুর এলাকায় পূর্ত সড়ক বিভাগ ও বিএসএফের তৎপরতায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল । সেই সময় বিজিবি এসে দাবি করে যে তাদের ভূখণ্ডে এরা দিচ্ছে বিএসএফ । এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায় । উত্তেজনার জেরে সেদিনের মত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ স্থগিত রাখা হয় । আজ মঙ্গলবার সকালে বিএসএফ ও বিজিবির মধ্যে আরও একদফা আলোচনা হয়। বিএসএফের তরফে নথি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে ভারতের সীমানাতেই কাঁটাতারের বেড়ে দেওয়া হচ্ছিল । সেটা মেনেও নেয় বিজিবি। এরপর আজ সকাল থেকে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,ইসলামী মৌলবাদী গোষ্ঠীগুলি শাসন ক্ষমতা হাতে নেওয়ার পরই বাংলাদেশের সক্রিয় হয়ে উঠেছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলি । তাদের মদত দিচ্ছে বর্তমান তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস সহ বাংলাদেশ ন্যাশনাল পার্টি(বিএনপি) ও জামাত ইসলামীর মত কুখ্যাত জঙ্গি দলগুলি । ভারতে নাশকতা চালাতে ইতিমধ্যে বেশ কিছু সন্ত্রাসীকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে । মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলা থেকে গ্রেফতার হয়েছে কয়েকজন বাংলাদেশি কুখ্যাত সন্ত্রাসী । পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশ জুড়ে কাঁটাতারের বেড়া না থাকার কারণে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা অবাধে ঢুকে পড়ছে এরাজ্যে । বাংলাদেশি হিন্দুদের সীমান্তে রুখে দিলেও মুসলিমদের অবাধে ভারতে ঢুকতে দিচ্ছে বলে অভিযোগ উঠছে বিজিবির বিরুদ্ধে । এমতবস্থায় ভারত যদি অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দেয় তাহলে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ করাতে অনেকটাই সমস্যার সম্মুখীন হবে বিজিবি। এই কারণেই তারা সোমবার মালদা জেলায় কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছিল বলে মনে করা হচ্ছে ।।