এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,১২ নভেম্বর : ষষ্ঠবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু । গত সপ্তাহে ইসরাইলে সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি । শিগগিরি তাঁকে সরকার গঠনের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। শুক্রবার (১১ নভেম্বর ২০২২) ইসরাইলি পার্লামেন্ট নেসেটে সব দলের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর নাম ঘোষণা করেন তিনি । এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, নেসেটের ৬৪ জন সদস্য লিকুদ পার্টির প্রধান বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন । আর বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ পেয়েছেন ২৮ জনের সমর্থন । আগামী রবিবার বেঞ্জামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠনের অনুমতি দেবেন প্রেসিডেন্ট । সরকার গঠনের জন্য তাঁকে ২৮ থেকে ৪২ দিন সময় দেওয়া হবে ।
টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান নেতানিয়াহু । ২০২১ সালে জুনে নেতানিয়াহুর বিরুদ্ধে মধ্যপন্থি দল ইয়েস আতিদের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসেন নাফতালি বেনেট । তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ইসরাইল ফিলিস্তিন সম্পর্ক নিয়ে চাপে পড়ে যান তিনি । ফলে বেনেট তার জোটকে ঐক্যবদ্ধ রাখতে পারেননি । ইসরাইলিদের আবারও নতুন নির্বাচনের সামনাসামনি হতে হয় । নির্বাচনের ফলাফলের পর দুই বছরের মধ্যে আবারও ক্ষমতার সর্বোচ্চ আসনে বসতে যাচ্ছেন নেতানিয়াহু । ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সরকারের নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি ।।