এইদিন বিনোদন ডেস্ক,০৪ নভেম্বর : ছোটপর্দার অভিনেত্রীকে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠানোর দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে কর্ণাটকের বেঙ্গালুরু পুলিশ। অভিনেত্রীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে । অভিযুক্ত হোয়াইটফিল্ডের একটি কোম্পানিতে ডেলিভারি ম্যানেজার হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে ।
জানা গেছে,মাস তিনেক আগে তেলেগু ও কন্নড় টেলিভিশন কাজ করা ৪১ বর্ষীয়া জনপ্রিয় এক অভিনেত্রী ফেসবুকে ‘নাভিঞ্জ’ নামের এক ব্যবহারকারীর কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান। বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট এলেও তা অ্যাকসেপ্ট করেননি তিনি। এমনকি তাকে ব্লক করে দেন ওই শিল্পি৷
পুলিশের কাছে অভিযোগে অভিনেত্রী উল্লেখ করেছেন, পরবর্তীতে অভিযুক্ত নবীন ভিন্ন নামে একাধিক অ্যাকাউন্ট খুলেন এবং মেসেঞ্জারে নিয়মিত অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতে থাকেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যৌন হয়রানি করতে থাকে ।
১ নভেম্বর অভিযুক্ত তাকে আবার মেসেজ করলে, মহিলা নগরভাবী দ্বিতীয় স্ট্রিটের নন্দন প্যালেস এলাকার একটি রেস্তোরাঁয় তার সাথে দেখা করতে বলেন। যখন তারা মুখোমুখি দেখা করেন, তখন তিনি তাকে এই সব বন্ধ করার দাবি জানান। কিন্তু অভিনেত্রীর অভিযোগ, যুবক তাকে উপেক্ষা করেছে এবং অভদ্রভাবে কথা বলেছে । এরপর তিনি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘মহিলার অভিযোগের ভিত্তিতে, আমরা অন্নপূর্ণেশ্বরী নগর থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ৭৫ (১)(iii) (যৌন হয়রানি), ৭৮ (১)(ii) (পিছু হটা) এবং ৭৯ (কোনও মহিলার শালীনতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে শব্দ, অঙ্গভঙ্গি বা কাজ) এর অধীনে একটি মামলা দায়ের করেছি এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছি ।’ বর্তমানে ধৃত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে এবং মামলাটি তদন্তধীন রয়েছে।।

