এইদিন বিনোদন ডেস্ক,১২ নভেম্বর : প্রয়াত হলেন বাংলার প্রতিভাবান অভিনেতা মনোজ মিত্র । আজ মঙ্গলবার সকাল ৮:৫০ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর । বার্ধ্যক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরে ভুগছিলেন এই প্রবীণ অভিনেতা । হৃদযন্ত্রের সমস্যা ও উচ্চ রক্তচাপের কারনে ২৩ সেপ্টেম্বর তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতারই এক বেসরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার ভাই তথা সাহিত্যিক অমর মিত্র । প্রয়াত অভিনেতা রেখে গেলেন তাঁর স্ত্রী ও এক কন্যাকে।
মনোজ মিত্রের জন্ম বাংলাদেশে । ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি । ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে স্নাতক হন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনোজ মিত্র । ১৯৫৯ সালে ‘মৃত্যুর চোখে জল’ নাটক লেখেন তিনি । তবে তাঁর অভিনয় জগতের পথচলা শুরু হয় ১৯৭২ সালে ‘চাঁকভাঙা মধু’ নাটকের মাধ্যমে । ১৯৭৯ সালে চলচিত্রে অভিনয় শুরু করেন। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায় । সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের অসংখ্য ছবিতে অভিনয় করেছেন মনোজ মিত্র ।
এই প্রতিভাবান শিল্পির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিল্পির আত্মাকে শ্রদ্ধা জানিয়ে এক্স-এ লিখেছেন,’প্রবীণ অভিনেতা এবং প্রখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব শ্রী মনোজ মিত্র বয়স সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার কারণে মারা গেছেন জেনে আমি গভীরভাবে দুঃখিত। একজন উল্লেখযোগ্য চলচ্চিত্র এবং থিয়েটার শিল্পী তিনি তপন সিনহার বাঞ্ছারামের বাগান এবং সত্যজিৎ রায়ের ক্লাসিক ঘরে বাইরে এবং গণশত্রুতে তার চিরসবুজ অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। একজন বিশিষ্ট নাট্যকার,মনোজ মিত্র ১০০ টিরও বেশি নাটক লিখেছেন এবং সেরা নাট্যকারের জন্য মর্যাদাপূর্ণ সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। আমি তার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, অসংখ্য ভক্ত এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। তাঁর আত্মা চির শান্তি লাভ করুক। ওম শান্তি।’।