এইদিন ওয়েবডেস্ক,সন্দেশখালি,০৩ মার্চ : পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকটের সৃষ্টি হয়েছে । স্বাধীনতার পর ৭৮ বছরে এরাজ্যে হিন্দু জনসংখ্যা প্রায় ১৮ শতাংশ কমে ৬৭-৬৮ তে নেমে গেছে । আর ৫০ শতাংশের নিচে নামলেই সংবিধান বলে কিছু থাকবে না, ইসলামী শরিয়া শাসন লাগু হয়ে যাবে বলে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সন্দেশখালীর হিন্দুদের সতর্ক করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সোমবার সন্দেশখালিতে পূর্ব ঘোষিত গীতাদান কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু । বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের মধ্যে তিনি শ্রীমদ্ভাগবতগীতা বিতরণ করেন । তার আগে পশ্চিমবঙ্গের দ্রুত জনবিন্যাস পরিবর্তন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষকে তিনি সতর্ক করে দেন ।
শুভেন্দু অধিকারী বলেন,’আজ বাঙালিরা অস্তিত্ব সংকটে ভুগছে । এখান থেকেই কিছু দূরে সাতক্ষীরা, ১৯৪৭ সালে ৩৩ শতাংশ থেকে আজকে সাত শতাংশ নেমে এসেছে । পশ্চিমবঙ্গেরও এক অবস্থা । ১৯৫১ সালের জনগননা অনুযায়ী আমাদের হিন্দুদের জনসংখ্যা ছিল ৮৫ শতাংশ । আজ পশ্চিমবাংলায় হিন্দুরা ৬৭-৬৮ শতাংশে নেমে গেছে । ভয়ংকর ভাবে আজকে আমরা বাঙালি হিন্দুরা অস্তিত্ব সংকটে চলে এসেছি । এই অবস্থা থেকে হিন্দুদের একমাত্র উদ্ধার করতে পারে গীতা নাথ ।’
তিনি বলেন,’অতএব গীতার প্রচার-প্রসার আমাদের সকলকে করতে হবে । ইসকন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম সংঘ সংগঠনের উপর আর নির্ভর থাকলে হবে না । সবাইকে নিজের নিজের কাজের সাথে সাথে ধর্ম রক্ষা করার কাজটা করতে হবে৷’ এরপর শুভেন্দু অধিকারী বলেন,’আজকে আমরা পশ্চিমবঙ্গ বা ভারতে ৫০ শতাংশের অধিক বলে সংবিধান চলছে । আমরা যেদিন পঞ্চাশের নিচে চলে যাব সেদিন শরিয়া আইন চলবে।’ আর শরিয়া শাসন লাগু হলে কি পরিস্থিতির সৃষ্টি হবে তারও বর্ণনা করেছেন শুভেন্দু৷ তিনি বলেন,’পাশের ওখানে(বাংলাদেশ) মাইকে বলা হচ্ছে যে কেউ এই সময়(রমজান চলাকালীন) রাস্তায় বেরুতে পারবে না, বিশেষ করে মহিলারা । অতএব কি কঠিন অবস্থা ! আগামী দিনে এখানেও হবে ।’।