এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৭ মার্চ : ‘ প্রধানমন্ত্রী বাংলায় কোনও কাজ করতে আসেন না । কুৎসা করতে অপপ্রচার করতে আসেন । সেটা আপনি রাজনৈতিক কারনে আসতেই পারেন । তাতে আমাদের কোনও আপত্তি নেই । আজ আপনি বাংলায় প্রচার করতে এসেছেন কিন্তু তার আগে জবাব দিন, কেন এলপিজি গ্যাসের দাম ৯০০ টাকার মত হয়েছে ? এই জবাব আপনাকে দিতে হবে । পেট্রল- ডিজেলের দাম কেন বেড়েছে জবাব দিন । বাংলার সরকার বিনা পয়সায় চাল দেয়,আর ৯০০ টাকায় গ্যাস কিনে ফোটাতে হয় । নরেন্দ্র মোদি আপনার দাম কত টাকা?’ পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার শিলিগুড়ি শহরের হাসমি চকে এক জনসভায় যোগ দিয়ে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমন শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘বড় বড় ভাষণ দেন । এখানে এসে শুধু বলছেন বাংলায় পরিবর্তন হবে । আরে বাংলায় পরিবর্তন হবে না, বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে । পরিবর্তন দিল্লিতে হবে । আগামী দিনে পাঁচটা রাজ্যে নির্বাচন আছে । পাঁচটাতেই ছক্কা খাবেন । তামিলনাড়ু কেরালা, আসাম,বাংলা সবকটাতেই হারবেন ।’
রাজ্যে মহিলা নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বলছে বাংলায় মহিলাদের মর্যাদা দেওয়া হয় না । রান্না ঘরের গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের অসম্মান করছেন । এরাজ্যে মা-বোনেরা রাত দশটায় রাস্তায় ঘোরে । রাত বারোটায় ঘোরে। দরকার হলে ভোর চারটেয় ঘোরে । বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিকেল ৩ টেয় মেয়েরা বেরতে পারে না । মধ্যপ্রদেশ,বিহারে,গুজরাটে বেরতে পারে না । হাথরাসে আরও ঘটনা ঘটে গেছে । একদিনে তিনটে মেয়ে ধর্ষন হল,ধর্ষিতার বাবা প্রতিবাদ করতে গেল তাকেও খুন করে দিল আপনাদের লোকেরা । আর আজ বড় বড় কথা বলছেন । লজ্জা করে না ।’
এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘বলছেন বাংলাকে সোনার বাংলা করবেন । দিল্লিকে তো বেচে দিয়েছেন । লাল কেল্লাকে বেচে দিয়েছেন। কোন দিন তাজমহলও বেচে দেবেন । বিএসএনএল,কোল ইন্ডিয়া,প্রতিরক্ষা, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছেন । কেবল ইন্ডিয়ার নাম পরিবর্তন করাই বাকি আছে ৷’
এদিন বক্তব্যের শুরু থেকেই কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘লজ্জা লাগে বলতে, বল্লভভাই প্যাটেলের নামে যে স্টেডিয়াম ছিল সেটাও নিজের নামে করে দিলেন ।’ পাশাপাশি কোভিড ভ্যাকসিনে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া নিয়েও এদিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ।
এদিন ‘তোলাবাজি’ নিয়ে প্রধানমন্ত্রীর হামলার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী পালটা আক্রমন করে বলেন, ‘সবচেয়ে বড় তোলাবাজ তো আপনি । একটা গরীব লোক তোলাবাজি করলে ৫ টাকা, ১০ টাকা, ৫০০ টাকা । রেল বিক্রি করলে কত তোলাবাজি হয় ? সেল বিক্রি করলে কত তোলাবাজি হয় ? এয়ার ইন্ডিয়া,কোল ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয় ? উজালার রশ্মি কোথায় গেল ? ক্যাগ রিপোর্টেও বলেছে উজালায় দুর্নীতি হয়েছে ।’ এরপর তিনি বলেন, ‘সিন্ডিকেট ? ভারতে একটাই সিন্ডিকেট আছে সেটা হল নরেন্দ্র মোদি ও অমিত শাহ । এছাড়া আর কোনও সিন্ডিকেট নেন ।’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিজেপি পার্টিটাকে পুরো কেন্দ্র শাসিত অঞ্চল করে দিয়েছে । বিজেপির ব্লক নেতাকে কে হবে সেটাও কেন্দ্র ঠিক করছে ।’
এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুংকার ছেড়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘খেলা হবে । কবে বসবে? বলো? সময় তারিখ তুমি ঠিক করো । জনগন থাকবে সামনে । তুমি কতো খেলতে পারো আর আমি কতো খেলতে পারি দেখা যাবে খেলায় ।’ এরপর তিনি আওয়াজ তোলেন, ‘খেলা হবে । দেখা হবে । জেতা হবে । হাম লড়েঙ্গে । হাম করেঙ্গে । হাম জিতেঙ্গে৷। মোদি কো হারায়েঙ্গে । ভারত সে হঠায়েঙ্গে । বিজেপি কো হঠায়েঙ্গে । জো হমসে টকরাতে হ্যায় ওহ চুরচুর হো জ্যাতা হ্যায় ।’
রবিবার পেট্রোপন্যের মুল্যবৃদ্ধির বিরুদ্ধে শিলিগুড়ি শহরে পদযাত্রার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস । শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত এই পদযাত্রা হয় । পদযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব তৃণমূলের দুই মহিলা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী । পদযাত্রা শেষে হাসমি চকে জনসভার আয়োজন করা হয় ।