এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ নভেম্বর : বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (BGBS) দেশ বিদেশের শিল্পপতিদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । ওই সভায় বক্তব্য রাখার সময় একশ দিনের কাজ প্রকল্পের টাকা আটকে রাখা এবং ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন পোশাকের রঙ ‘গেরুয়া’ করায় নাম না করে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । সেই সঙ্গে তিনি শুনিয়ে দেন যে ১০০ দিনের বকেয়া টাকা চাইতে এবার সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ।
এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সরকারের ‘বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন’কে বিদ্রুপ করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিজিবিএস (বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট) টাকে প্রহসনে পরিণত করেছেনে মমতা ব্যানার্জি,না আসে কোনো শিল্প না দূর হয় বেকারত্ব। প্রত্যেক বছর শুধু বিরিয়ানি খাওয়া নিয়ে মারপিট হয় !’
পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলায় একটা কথা আছে, ‘অপাত্রে দান’ । যার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই,তাকে মুখ্যমন্ত্রী বানালে এই ধরনের কাজ করবে । ১০০ দিনের কাজের গল্প উনি আমেরিকা থেকে আগত শিল্পপতিদের শোনাচ্ছেন । আচ্ছা,১০০ দিনের কাজের টাকা উনি পাচ্ছেন কি পাচ্ছেন না তাতে আম্বানির কি কাজ ? আপনি শিল্প স্থাপন করতে গিয়ে যদি ১০০ দিনের কাজের টাকা নিয়ে কান্নাকাটি করেন তাহলে শিল্পপতিরা ভাববে যে এটা তো ভিখারি সরকার !’ সেই সঙ্গে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা প্রসঙ্গে তিনি বলেন,’ ‘কেন্দ্র- রাজ্যের সংঘাত বলে কিছু নেই,চুরি করছে বলে টাকা আটকে আছে । চুরি বন্ধ করুন, টাকা পেয়ে যাবেন ।’
প্রসঙ্গত,বৃহস্পতিবারের সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন পোশাকের রঙ ‘গেরুয়া’ করার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন,’বিশ্বকাপের ফাইনাল কলকাতা বা দিল্লিতে হলে আমরা জিততাম । আমাদের ছেলেমেয়েরা এত ভাল খেলাধুলায়, সব গেরুয়া পরিয়ে দিয়েছে,বুঝুন ! বলেছিল যে কিছু করা যাবে না,কিন্তু প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটে নি । তাও তো নীলের মধ্যে একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে ।’
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রত্যুত্তরে সুকান্ত মজুমদার বলেছেন,’দিদি আর কত নীচে নামবেন?একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বালখিল্য মন্তব্য কখনোই কাম্য নয়। আপনি কখন কি বলেন সেটা কি নিজে পরে শোনেন? এতদিন ইতিহাস বিকৃত করে মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিজেকে হাসির পাত্র করে তুলেছেন, দয়া করে আপনার আলটপকা মন্তব্যের দ্বারা সমগ্র দেশের সামনে সারা পশ্চিমবঙ্গের মানুষের মাথা আর নীচু করবেন না। ক্রিকেটের সঙ্গে রং এর কি সম্পর্ক এর উত্তর আপনার কাছে আছে কি? রং এর ওপর খেলার হার জিত নির্ভর করে কি? আপনি কি ভারতের পতাকাটা কখনো মন দিয়ে দেখেছেন? সেখানেও তো গেরুয়া রং থাকে। তাহলে কি আপনার মনবাঞ্ছা পূর্ণ করতে এবার ভারতের পতাকার রং টাও বদলে দিতে হবে? ভারতের ক্রিকেট দলের জার্সিতে গেরুয়ার সাথে কাঁধে সাদা সবুজ রং টাও ছিল সেটা মনে হয় চোখে দেখতে পাননি। আর দিদি গেরুয়া তো “ত্যাগের” প্রতীক, তাহলে গেরুয়া রং -এ আপনার এত সমস্যা কেন ? ভারতের জাতীয় দলের জার্সিতে গেরুয়া থাকবে না তো কোথায় থাকবে ?’