জানি একদিন দেখা হবে আমাদের
গল্প সম্পূর্ণ হতে এখনো এক পৃষ্ঠা বাকি।
রিক্ত কাগজের বুকে আরো একবার বয়ে যাবে
নীল রক্ত।
চেনা কিংবা অচেনা গলিতে, নির্জন রাস্তার মোড়ে
রেস্তোরাঁয়,
হয়ত একদম অনিচ্ছাকৃত আচমকাই দেখা হতে পারে আমাদের।
অবাঞ্ছিত ডায়েরির পাতায় পড়ে থাকা অবহেলিত সেই গল্প জিজ্ঞাসা চিহ্ন হয়ে
সাপের ফণার মত ছোবল মারতে পারে তোমাকে।
তুমি কি প্রস্তুত তার মুখোমুখি হতে?
যে খেলা একমিনিটে বদলে দেয় জীবন
দাগ কেটে যায় হৃদয়ের আনাচে কানাচে
ধ্বংস করে অস্তিত্ব, আঘাত করে আত্মাকে
কখনো কি অস্বীকার করা যায় তাকে।
দেখা হলে কিছুটা সময় হয়ত নির্বাক
হবো,পৃথিবীর বুকে নেমে আসবে নিস্তব্ধতা।
সুদক্ষ অভিনেত্রীদের মত অভিনয় করবো ভালো থাকার,
অতীত ভুলে বতর্মানের আলোচনার ব্যস্ত
থাকবো দুজনে,
কেউ কারোর দিক তাকাবোনা
লজ্জায় আত্মভিমানে।
হয়ত প্রচণ্ড অস্থিরতা হৃদস্পন্দন বাড়িয়ে দেবে।
পিপাসায় কাতর হবে ওষ্ঠযুগল,
তীব্র আর্তনাদে
চৌচির হবে হৃদয়,
তবুও বলবোনা তোমাকে সেই বিনিদ্র রজনীর গল্প, দেখাবোনা তোমাকে আঁচড়ের কালশিটে দাগ, বুঝতে দেবনা দহনের
জ্বালা,
নিখুঁতভাবে লুকিয়ে রাখবো নিজেকে।
গল্প সম্পূর্ণ হবে
শুধু শেষ পৃষ্ঠায় লেগে থাকবে সেই
অসমাপ্ত দাগ।।