আস্তে আস্তে রাজ কোষ ফাঁকা হতে থাকে
লালের নিরিখে বিশ বছরের রক্ত ঝরা সকাল ক্রমে উলঙ্গ হয়ে পড়ে
মায়ের শাড়িতে লুণ্ঠন
আর বাবার রক্তে স্নানের সরঞ্জাম উদ্ধার করে
সবুজের সমারোহ
ভাসতে থাকে অজস্র ধূর্ত শেয়াল
রাম নেমে না আসলে
ভেঙ্গে ফেলে গির্জা মন্দির
আবারো চায়ের ইতিহাস লেখে প্রধানমন্ত্রী
বুদ্ধ কেবল অসহায় মানুষের সুযোগ নিয়ে
আঁকতে থাকে চিড়িয়াখানা গল্প
চাঁদনী চকে চাঁদ নেই
ফেরার তাই কবিতা
মদের দোকানে ফাগুন লাগে
আগুন তাই জনতা
বাবুল তাই পায় না খুঁজে
বসবে কোথায় কোন ফুলে
ধনঞ্জয়রা ফাঁসির মঞ্চে ঝুলছে প্রতি বছরে,,।
মূল গায়েন জ্যোতি দাদা
ফেরে না আর আকাশে
কাজ কর্মে লিপ্ত ছিলেন শুধুই রাজকোষের ফাঁকিতে
“বলো হরি হরি বল” হলো তাই মদিনা
সাঙ্গ হলো বেচা কেনা কলির সন্ধ্যে বেলাতেই।।