পাখিটার দুটো পা দুদিক করে ধরে ছিঁড়েছো…পাখিটার যোনি খুঁজে খুঁজে
তাতে লৌহদন্ড পুরেছো…!
ডানার পালক বনে জঙ্গলে
ডাস্টবিনে যেখানে সেখানে উড়িয়ে দিয়েছো….
তবু বিচারের রায় তোমার পক্ষে…
তোমার জীবনের মূল্য বড্ড দামি এ সমাজ সংসারে!!!
হ্যাঁ আমি,
আমিও কোনো এক পাখির মা ,সারাদিন পাখির বাড়ি ফেরার জন্য অপেক্ষায় থাকি,
থাকি আতঙ্কে,
মরার আগে বারে বারে মরি রোজ দুবেলা,
বিচারের ওপর আস্থা হারানো মা আমি,
আমি নিরুপায় ,আমি পথে ঘাটে মাঠে সর্বত্র
নিরুপায় ,
অসহায়া !!
এ কোন সমাজ, এ কোন ব্যবস্থাপনা!!!
এখানে এক মাসের যোনি থেকে আশির যোনি পর্যন্ত আতঙ্কে থাকে!
পাখির জন্মদাত্রী আমি, আমি মা!
আমার পাখি, তোমার পাখি, তাদের পাখি, ওদের পাখি …এদের আকাশ কই!!
এই যে কামদুনি তুমি বিচার পেলে না,
তবু তীব্র একটা ঝড় কই!
তোমার পাখিটা গুমরে গুমরে মরলো
তবু আওয়াজ নেই ….!
বিচারের ওপর আস্থা হারানোর চিৎকার
গলা ফাটিয়ে করার মানুষ কই!
মারলো যারা তারা মুক্ত আকাশে উড়ছে,
তৃপ্ত রসের আলাপন যেন
কাঁধে কাঁধ রেখে করছে…!
আর পাখিটার মা, নবকিশলয়ে
হলুদের রেখা আঁকছে ….
শুষ্ক চোখে তীব্র আশ্লেষ ভরে….!!!