আগুন লেগেছে!
দাউদাউ করে জ্বলছে সব!
জ্বালানি মজুতই ছিল বুকের বামে কষ্ট জমে জমে,
দেশলাইটা জ্বাললো শুধু ডানপাশে জমা ভীষণ রাগ;
রাগ, ন্যায্য অধিকার না পাওয়ার;
মাথার ওপর গোটা আকাশের অধিকার, ওরা আকাশ ভাগ করে,
বাড়ির পাশে প্রিয় রাধাচূড়ার অস্তিত্বের অধিকার, ওরা গাছ কেটে উন্নয়ন আনে,
বলার অধিকার, ওরা মুখে-ঠোঁটে ওদের কথা বসায়,
স্বাধীন দৃষ্টির অধিকার, ওরা চোখ বেঁধে, ফিসফিসিয়ে বলে, ‘আপনি কিন্তু কিছুই দেখেননি’;
স্বপ্ন দেখার অধিকার, স্বপ্নেও ওদের অনধিকার প্রবেশ;
রাগের ওপর রাগ জমতে জমতে আজ বারুদ,
খসখসে কষ্টের জ্বালানির কাছাকাছি সে আসতেই
যেন বহ্নি-পতঙ্গ,
একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে,
দপ করে জ্বলে ওঠে ফিনিক্স পাখির মতো,
জ্বলে-পুড়ে আরও খাঁটি হয়ে জ্বলবে বলে;
সোনা যেমন পুড়ে খাঁটি হয়,
অথবা অ্যাডম-ইভের স্পর্শ;
আগুন লেগেছে;
দমকল ডেকো না; জল? তাও না;
বরং একটু ঘি আনো, আগুনে ঢালি,
অন্তত আরও একবার অধিকারের দাবিতে
জ্বলে উঠুক সব না পাওয়া…।।