এইদিন ওয়েবডেস্ক,কোইকোড,১৪ জানুয়ারী : ‘নরেন্দ্র মোদির কট্টর বিরোধী হওয়ায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়ার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে তিনটে রাজনৈতিক দল। কিন্তু তারা আমার আদর্শের কথা শুনতে রাজি নয়’- একটি সাক্ষাৎকারে মন্তব্য করলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ । তিনি দলগুলির নাম প্রকাশ্যে না এনে বলেছেন দলগুলি আমাকে প্রার্থী করতে চায় কারণ আমি নরেন্দ্র মোদির সমালোচনা করি । আমাকে প্রার্থী হওয়ার জন্য এতটাই চাপ দেওয়া হচ্ছে যে বাধ্য হয়ে আমি আমার মোবাইল ফোনের সুইচ অফ করে রেখেছি । কারণ, আমি সেই ফাঁদে পড়তে চাই না। তারা আমাকে জনগণের জন্য বা আমার তত্ত্বের প্রশংসা করার জন্য জিজ্ঞাসা করছে না ।’ প্রসঙ্গত,২০১৯ সালের সাধারণ নির্বাচনে ব্যাঙ্গালোর থেকে স্বতন্ত্র নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রকাশ রাজ এবং পরাজিত হয়েছিলেন।
কেন্দ্রের বিজেপি সরকারের কট্টর সমালোচক প্রকাশ রাজ আজ রবিবার কেরালা সাহিত্য উৎসবে আমন্ত্রিত ছিলেন । প্রকাশ রাজ ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছিল ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল, নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী, আমেরিকান চিকিৎসক-লেখক আব্রাহাম ভার্গিস, পুরস্কার বিজয়ী লেখক পেরুমাল মুরুগান এবং কৌতুক অভিনেতা কোনান গিল সহ ৪০০ জন সেলিব্রিটিকে ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ রাজ বলেন, ‘আপনি একজন ভালো প্রার্থী কারণ আমি মোদীর সমালোচনা করি।’ তিনি বলেন,’আজ রাজনৈতিক দলগুলি তাদের কণ্ঠস্বর হারিয়েছে এবং তাদের কথার মধ্যে কোন সত্যতা নেই। এর মধ্যে অনেক দলই তাদের প্রার্থী খুঁজতে হিমশিম খাচ্ছে। এদেশে ভালো প্রার্থী নেই। রাজনৈতিক দলগুলো একটি নির্বাচনী এলাকার জন্য প্রতিনিধি খুঁজতে হিমশিম খাচ্ছে। আমরা কি এতই গরীব হয়ে গেছি ?’
তিনি প্রধানমন্ত্রী মোদিকে ‘ঘৃণা’ করেন কিনা জানতে চাইলে প্রকাশ রাজ উত্তরে বলেন, ‘আমি তাকে (মোদী) ঘৃণা করি না। তিনি কি আমার শ্বশুর নাকি তার সাথে আমার কোন সম্পত্তি সমস্যা আছে ? আমি তাদের বলছি যে আমি একজন করদাতা। আমি তোমাকে কর দেব। কিন্তু, তুমি আমাকে তোমার দাস মনে করছ। এখন এসব চলে না ।’ সরকারের সমালোচনা করে তার টুইট সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সবার মনে যা আছে আমি তাই বলি এবং এটা আমার কণ্ঠ নয়, এটা আমাদের (জনগণের) কণ্ঠস্বর । এটা আমার ‘মন কি বাত’ নয়, আমাদের ‘মন কি বাত’।’ তিনি বলেন, ‘আমি তাকে ভোট দিই বা না দিই, তিনি আমার জন্যও প্রধানমন্ত্রী । এটাই গণতন্ত্র।’
নিজের টুইট প্রসঙ্গে তিনি আরও বলেন,”আমি কি নেহেরু, হিটলার সম্পর্কে টুইট করব, তারা আমার সাথে সম্পর্কিত নয়। আট প্রজন্ম আগে আওরঙ্গজেব, টিপু সুলতানের মতো অন্য কারো কথা বললে মানুষ আমাকে বোকা বলবে । তখন আমার জন্মই হয়নি ।’।