মনে পরে সেই দিনগুলির কথা!
বলেছিলাম তোকে নীল রঙ আমার ভীষণ প্রিয়,
নীল শাড়ি আর পাঞ্জাবীতে তুই আর আমি মিলে একসাথে কৃষ্ণচূড়ার পথটি ধরে কতটা পথ হেঁটেছিলাম,
সব ভুলে গেছিস তো!
সাক্ষী ছিল ওই কৃষ্ণচূড়া,
জানিস, ইচ্ছে করে ওই দিগন্তের নীল আকাশকে ছুঁতে,
ইচ্ছে করে নীল সমুদ্রে ডুব দিতে।
সব কেমন বদলে গেলো।
হঠাৎ নীল আকাশে অভিমানী মেঘ ডানা বাঁধল
কালবৈশাখী উড়িয়ে নিয়ে গেলো সমস্ত সুখের স্মৃতি।
বুক দুরু দুরু ভীরু চোখেতে আতঙ্কের এই প্রহর
ঝড় উঠেছে, বুকের ভিতর উথাল পাথাল
সাজিয়ে কফিন আমার তরে দংশনে মোরে করল নীল।
নীল রঙ যে বড্ড প্রিয় তাই ভালোবাসার গরল পান করেছিলাম অনেক আগেই
বেদনার প্রাচীরে ঘেরা কফিনে রাখলি যে মোর
নীল নিথর দেহ
নীল ডায়েরিতে উপন্যাসের শেষটা যে আরও লেখা বাকি ছিল।।