এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২১ আগস্ট : এশিয়া কাপ-২০২৩ এর জন্য দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) । ঘোষিত দলের অধিনায়ক রোহিত শর্মা,সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া । টিম ইন্ডিয়াতে ফিরেছেন উইকেটরক্ষক কেএল রাহুল ও শ্রেয়াস আইয়ার। একইসঙ্গে দলে জায়গা পাননি স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে এশিয়া কাপে খেলবেন ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাও ।
টিম ইন্ডিয়ার ঘোষিত দল হল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিল পান্ডিয়া (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ইশান কিশান (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর,সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃষ্ণ।
প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিলক ভার্মা। তবে এমন অনেক খেলোয়াড় আছেন যাদের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নির্বাচকরা দলে অন্তর্ভুক্ত করেননি। এর মধ্যে সবচেয়ে বড় নাম হল যুজবেন্দ্র চাহাল । চাহাল ছাড়াও এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন আরও অনেক খেলোয়াড় ।খারাপ ফর্মে থাকা আরশদীপ সিং এশিয়া কাপ দল থেকে বাদ পড়েছেন । আইপিএল ২০২৩ থেকে আরশদীপকে ফর্মে দেখা যায়নি এবং ডেথ ওভারে প্রচুর রানও দিয়েছেন । আর এই কারণেই আরশদীপের ওপর আস্থা দেখাননি ভারতীয় নির্বাচকরা ।
ওডিআই ক্রিকেটে দুর্দান্ত রেকর্ডের অধিকারী শিখর ধাওয়ানের উপর ভারতীয় নির্বাচকরা আবারও বিশ্বাস দেখাননি । এশিয়া কাপের দলে জায়গা হয়নি তাঁর । রবিচন্দ্রন অশ্বিনকেও অন্তর্ভুক্ত করা হয়নি দলে । ওয়াশিংটন সুন্দরকে এশিয়া কাপ ২০২৩ এর দলে রাখা হয়নি। ঘন ঘন ইনজুরির কারণে দীর্ঘদিন দলের ভেতরে-বাইরে আছেন সুন্দর। এ কারণেই ভারতীয় নির্বাচকরা তার প্রতি আস্থা দেখাননি ।
এশিয়া কাপ ২০২৩ ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । এশিয়া কাপের গ্রুপ-এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল । ভারতীয় দল এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ম্যাচটি হবে পাকিস্তানের বিপক্ষে । এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ।।