এইদিন ওয়েবডেস্ক,মস্কো,৩১ জানুয়ারী : ২০০২ সালের গুজরাটে দাঙ্গার প্রেক্ষাপটে নির্মিত ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নামে একটি ‘অপপ্রচারমূলক’ ডকুমেন্টারি সম্প্রতি রিলিজ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি । নরেন্দ্র মোদী বিরোধী ভারতের রাজনৈতিক দলগুলি এই ডকুমেন্টারিকে হাতিয়ার করে আসরে নেমে পড়লেও এটিকে ‘বস্তুনিষ্ঠতার অভাব এবং ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন’ বলে ব্যাখ্যা করেছে নয়াদিল্লি । এবার এই ডকুমেন্টারি সম্পর্কে কড়া প্রতিক্রিয়া দিল রাশিয়া ।
রাশিয়ার বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা (Maria Zakharova) বিবিসির বিতর্কিত ডকুমেন্টারি সম্পর্কে একটি প্রশ্নের জবাবে বলেছেন, ‘এটি বিবিসি বিভিন্ন ফ্রন্টে তথ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার আরেকটি প্রমাণ । শুধু রাশিয়ার বিরুদ্ধেই নয়,স্বাধীন নীতি অনুসরণ করে এমন বৈশ্বিক শক্তি কেন্দ্রগুলির বিরুদ্ধেও তথ্য যুদ্ধ চালাচ্ছে বিবিসি ।’ জাখারোভা বলেন,’নির্দিষ্ট সংখ্যক বছর পরে দেখা যাচ্ছে কিছু গোষ্ঠীর স্বার্থে হাতিয়ার হয়ে ব্রিটিশ প্রতিষ্ঠানের সাথেও লড়াই করছে বিবিসি । এর সাথে একই রকম আচরণ করা উচিত ।’
তিনি আরও বলেছেন যে বিবিসি একটি স্বাধীন টিভি এবং রেডিও কর্পোরেশন নয় বরং একটি নির্ভরশীল সংস্থা । কিন্তু এখানে সাংবাদিকতা পেশার মৌলিক প্রয়োজনীয়তাগুলি উপেক্ষিত হচ্ছে ।’ প্রসঙ্গত,ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিবিসি ডকুমেন্টারি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন । তিনি স্পষ্ট ভাষায় বলেছেন,’বিবিসির এই প্রকার চরিত্র চিত্রণে আমি সহমত নই ।’।