এইদিন ওয়েবডেস্ক,ঠাকুরগাঁও,২৬ নভেম্বর : উগ্র ইসলামি জনতার হাতে বাংলাদেশে ফের আক্রান্ত হলেন বাউলশিল্পীরা । বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আগেই বাউল শিল্পীদের ওপর এই হামলার ঘটনা ঘটেছে । এ ঘটনায় দুইজন বাউলশিল্পী আহত হয়েছেন। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান।
স্থানীয় সূত্র জানায়,আজ দুপুরের দিকে উগ্রপন্থীদের দল “তৌহিদি জনতার” ব্যানারে চৌরাস্তা থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে কোর্ট এলাকার দিকে আসে। তারা কোর্ট চত্বরে পৌঁছালে সেখানেই কয়েকজন বাউল শিল্পীর উপস্থিতি টের পায় । সেই সময় বাউল শিল্পীরা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। এরপর গানবাজনা “হারাম” আখ্যা দিয়ে উগ্র ইসলামিদের দল শিল্পিদের উপর ঝাঁপিয়ে পড়ে । তাদের বেদম মারধর করা হয় । এতে দুই বাউল শিল্পী গুরুতর আহত হন। কিছু মানুষেরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি সারোয়ার আলম খান বলেন, দুপুরে ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে কোর্ট চত্বর এলাকায় দুইজন বাউল শিল্পীকে একা পেয়ে উৎসুক জনতা তাদের ওপর হামলা এবং মারপিট করে।
ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, ঠাকুরগাঁওয়ের বাউল শিল্পীরা কোর্ট চত্বরে একত্রিত হচ্ছিল তাদের কর্মসূচি পালন করার জন্য। সে সময় একদল উগ্র মতাদর্শের মানুষ কোর্ট চত্বরে মিছিল নিয়ে এসে বাউল শিল্পীদের ওপর হামলা চালায় ও মারপিট করে।তিনি বলেন, প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার কিন্তু ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে এটি দুঃখজনক। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।।

