এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ মার্চ : সুন্নি মুসলিমরা আহমদিয়াদের মুসলিম বলেই মনে করে না । পাকিস্তানে আহমদিয়াদের সরকারিভাবে অমুসলিম বলে ঘোষণা করা হয়েছে । একই মানসিকতা লক্ষ্য করা যায় বাংলাদেশের সুন্নি মুসলিমদের মধ্যেও । শুক্রবার বাংলাদেশের পঞ্চগড়ে আহমদিয়াদের বার্ষিক জলসা বন্ধ করে দিয়েছিল সুন্নি মুসলিমরা । আর তা ঘিরে রণক্ষেত্রের আকার নেয় গোটা পঞ্চগড় শহর । আহমদিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচারে লুটপাট ও অগ্নিসংযোগ করে সুন্নি মুসলিমের দল । অন্তত ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করতে হয় পুলিশকে । পালটা ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে । এই ঘটনায় দুই যুবক নিহত হয়েছে । সাংবাদিক ও পুলিশসহ আহত হয়েছেন অর্ধ শতাধিক । উত্তেজনা থাকায় পুলিশের পাশাপাশি ১৭ প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে এলাকায় ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে, শুক্রবার পঞ্চগড় শহরে বার্ষিক সালানা জলসার আয়োজন করেছিল আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) লোকজন । কিন্তু সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা এই জলসার বিরোধিতা করে । । জুমার নামাজ শেষে ওই সংগঠনের লোকজন শহরের বিভিন্ন সড়কপথ ধরে মিছিল করে শেরেবাংলা পার্ক মোড়ে এসে জড়ো হয় । তাদের সঙ্গে যোগ দেয় বহিরাগত কিছু মুসলিম যুবক । তারা আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ করে । বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে । পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে । পালটা পুলিশের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয় । পুলিশও কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে । গুলি লেগে নিহত হয় আরিফুর রহমান (২৭) এবং জাহিদ হাসান (২২) নামে দুই যুবক। আরিফুর শহরের ইসলামবাগ এলাকার ফরমান আলীর ছেলে এবং জাহিদ নাটোর জেলার বনপাড়া উপজেলার বাসিন্দা ও আহমদিয়া সম্প্রদায়ের অনুসারী । শেষে শুক্রবার রাত্রি ৮ টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে বার্ষিক সালানা জলসা বন্ধ ঘোষণা করে দেওয়া হয় ।
জানা গেছে,সন্ধ্যার দিকেও সুন্নিদের বিক্ষোভ ও অবরোধ চলতে থাকে । ফলে প্রচুর যানবাহন আটকে যায় । চুড়ান্ত নাকাল হতে হয় সাধারণ মানুষকে । মুসল্লিদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । পুলিশ ফের রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের শেল ছোড়ে । বিক্ষুব্ধ মুসল্লিরা সিনেমা হল রোডের আহমদিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগসহ কমপক্ষে ২০ বাড়িতে আগুন ধরিয়ে দেয় । লুটপাট ও অগ্নিসংযোগের সময় নিরাপত্তা বাহিনীর মধ্যে আটকানোর কোনো ইচ্ছাই দেখা যায়নি । হামলাকারীরা দমকলের গাড়িও ঘটনাস্থলে যেতে দেয়নি । এ সময় তারা দোকানের কয়েক লাখ টাকার মালপত্র বাইরে এনে জ্বালিয়ে দেয় হামলাকারীরা ।।