ধূসর আকাশেও তোমার প্রতিচ্ছবি …
অনাহুত তুমি, এসেছিলে শরতের এক পশলা বৃষ্টি হয়ে ..
বসন্তের পলাশ- শিমুলের রঙিন অনুরাগ নিয়ে এসেছিলে বসন্তের দুপুরে…
আজও বসন্ত… কিন্তু সে আজ বিলাপের সুরে .. শূন্যতাময় চারিধার …
কোকিলের কণ্ঠেও আজ বিরহী সুর …
তোমার চলে যাওয়া পথ এঁকে বেঁকে সীমান্তের ওপারে মিশে গেছে..
ওই সুদূরে দিগন্তের পারে, আকাশ মিলেছে ভূমির বুকে… দীর্ঘ প্রতীক্ষার পর মিলনের যবনিকা আঁকা ছবি …!
তুমিও কি পারো না ফিরিয়ে দিতে সেই প্রেমময় রামধনু রং ? পারোনা.. বিবর্ণ হয়ে যাওয়া মননে অনুরাগের আলতা রং মাখিয়ে দিতে … ?!
আকুলতার যে কোনও শব্দ নেই, ভাষা নেই … নিঃশব্দে অভিমানের পাহাড়ের খাঁজে মুখ লুকায় …
গুমরে থাকা কথারাও যে একটুকরো আকাশ চায় …. শব্দহীন ,সুরহীন, স্পন্দনহীন অনুভবেরা মেঘ হয়ে ভেসে যাক গগনের কোলে …
বৃষ্টি হয়ে ঝরে পড়ুক তোমার প’রে … ভিজিয়ে দিক নিষ্প্রাণ মরুভূমির প্রান্তর … অমরত্ব পাক অনুভূতির নিঃশব্দ কথামালা..!!