এইদিন ওয়েবডেস্ক,বসিরহাট,২৫ এপ্রিল : পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের নরসংহারের প্রতিবাদে ধর্মত্যাগ করলেন উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের স্কুল শিক্ষক সাবির হোসেন । একটি ভিডিও পাঠায় তিনি নিজেই ধর্মত্যাগের কথা ঘোষণা করেছেন । ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘নমস্কার, আমি সাবির হোসেন । পহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি । এবং আমি মনে করি এই বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে মুসলিম সমাজের সকল মানুষের এগিয়ে আসা উচিত । আমি সাবির হোসেন, আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই । ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি । ইহুদিদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই ।’ তিনি আরো জানিয়েছেন যে আপাতত তিনি ধর্মহীন হিসেবে থাকবেন এবং তা স্বীকৃতির জন্য পরে আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন । শিক্ষকের বক্তব্য শুনুন 👇
জানা গেছে, বসিরহাটের বাদুড়িয়া পৌর এলাকার বাসিন্দা সাবির হোসেন স্বরূপনগর ব্লকের নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষক । বৃহস্পতিবার বিকেল ধর্মত্যাগের বিষয়ে তার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় পড়ে যায় । এই সিদ্ধান্তের বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আমরা জানি যে, জঙ্গিদের কোনও ধর্ম হয় না। তারা নির্বিচারে সকলকে খুন করে। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনা দেখিয়ে দিয়ে গেল, জঙ্গিদেরও ধর্ম হয়। পহেলগাঁওয়ের ঘটনার পর আমাকে সহকর্মীদের বিভিন্ন প্রশ্নের মত পড়তে হচ্ছিল । একারণে একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত বোধ করছিলাম । সেই কারণে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হই ।’ তবে কারও চাপে পড়ে এই ধরনের সিদ্ধান্ত তিনি নেননি বলেও জানান ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । পর্যটকদের কলমা পড়িয়ে, তাদের প্যান্ট খুলিয়ে খতনা পরীক্ষা করে হিন্দু ধর্ম পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গুলি চালিয়ে হত্যা করা হয় । সন্ত্রাসীদের গুলিতে ২৮ জনের মৃত্যু হয়েছে । একজন মুসলিম বাদে বাকিরা সবাই হিন্দু । শুধুমাত্র পশ্চিমবঙ্গের সিপিএমের এক হিন্দু নেতা কলমা পড়ে নিজের এবং তার পরিবারের জীবন বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছে । এই নরসংহারে তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিরা বাদে গোটা দেশ জুড়ে সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে হিন্দু । পাকিস্তান পরিচালিত এই সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে ভারত ।।

