এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৬ মে : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার করতে এসে পুলিশের হাতে ধরা পড়ে গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের এক দুষ্কৃতী । ধৃতের নাম ইমরান শেখ (৪১) ওরফে রাজু । সে বড় বারুইপুর থানার সুভাষগ্রামের বাসিন্দা । বৃহস্পতিবার গভীর রাতে কেতুগ্রামের বন্দর বাসস্ট্যান্ডে বাসযাত্রী প্রতিক্ষালয় থেকে ওই দুস্কৃতীকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজসহ পাকড়াও করে পুলিশ । আজ শুক্রবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার রাতে কেতুগ্রামের বন্দর বাসস্ট্যান্ডে বাসযাত্রী প্রতিক্ষালয়ের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ইমরান শেখ । তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় সূত্র থেকে কেতুগ্রাম থানায় খবর যায় । খবর পেয়ে পুলিশবাহিনী সেখানে যায়৷ কিন্তু দূর থেকে পুলিশের গাড়ি দেখতে পেয়ে বাসযাত্রী প্রতিক্ষালয়ের ভিতর অন্ধকারে ঘাপটি মেরে বসে সাথে ইমরান শেখ । পুলিশ তাকে ধরতে গেলে ছুটে পালানোর চেষ্টা করে । কিন্তু পিছু ধাওয়া করে পুলিশ তাকে ধরে ফেলে । পুলিশ তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। সে ওই আগ্নেয়াস্ত্র কোথায় পাচার করতে আসছিল এবং এই চক্রে আর কারা যুক্ত তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ।।

