এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ মে : মাদকের নেশা কাটাতে যুবককে গৃহবন্দি করে রেখেছিলেন পরিবারের লোকজন । তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই যুবক । ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচলের পোদ্দারপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃত যুবকের নাম তমাল পাল (২৪) ৷ শনিবার সকালে নিজের শোবার ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহটি উদ্ধার হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম ।
পরিবার সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছিল তমাল পাল । প্রায় প্রতিদিন মায়ের কাছ থেকে হাত খরচের জন্য টাকা নিতেন তিনি । প্রথমে পরিবারের লোকজন বিষয়টি আন্দাজ করতে পারেনি । পরে তমালের অস্বাভাবিক চালচলন দেখে তাঁর নেশার বিষয়টি ধরে ফেলে পরিবারের লোকজন ।
মৃত যুবকের কাকা মৃণ্ময় পাল বলেন ‘বিষয়টি প্রকাশ্যে আসার পর ভাইপোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা তৎপর হই । তমাল যাতে নেশা না করতে পারে তার জন্য ওকে ওর শোবার ঘরে আটকে রেখে দেওয়া হয়েছিল । ভেবেছিলাম দু’চারদিন ড্রাগ না পেলেই ওর নেশা কেটে যাবে । কিন্তু ভাইপো যে এমন কাজ করবে কল্পনাও করিনি ।’
জানা গেছে,এদিন অনেক সকাল পর্যন্ত তমাল ঘুম থেকে উঠছেন না দেখে পরিবারের লোকজন প্রথমে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেন । কিন্তু তমালের কোনও সাড়াশব্দ না পেলে তাঁদের সন্দেহ হয় । তখন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ মৃত যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।।