এইদিন ওয়েবডেস্ক,বরিশাল,২২ অক্টোবর : দীপাবলি উৎসব ঘিরে সেজে উঠেছে বাংলাদেশের বরিশাল শহরের শতাব্দী প্রাচীন কাউনিয়া মহাশ্মশান । দুই শতাধিক বছরের প্রাচীন এই মহাশ্মশানে রয়েছে কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশগুপ্ত, পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত, বিপ্লবী দেবেন ঘোষসহ বহু প্রখ্যাত মানুষের সমাধিস্থল । বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার,কমিটির সভাপতি মানিক মুখার্জিরা বলেন,’বরিশাল মহাশ্মশানে কাঁচাপাকা মিলিয়ে প্রায় ৬৫ হাজার সমাধি রয়েছে । বিগত দু’বছর করোনা মহামারির কারনে দীপাবলি উৎসবে মহাশ্মশানে আলোকসজ্জা, তোরণ নির্মাণ এবং মেলার আয়োজন করা হয়নি । তবে এ বছর করোনার প্রাদুর্ভাব কম থাকায় জাঁকজমকপূর্ণ ভাবে দীপাবলি উৎসব পালিত হবে ।’
বরিশাল শহরে প্রায় ৬ একর জায়গার ওপরে রয়েছে কাউনিয়া মহাশ্মশান । প্রতিবছর কালীপূজার আগের দিন ভূত চতুর্দশীর পুন্য তিথিতে উপমহাদেশের সর্ববৃহৎ দীপাবলি দীপাবলি উৎসবের আয়োজন করা হয় । বাংলাদেশ ছাড়াও ভারত ও নেপাল থেকে লক্ষাধিক পূণ্যার্থী যোগ দেন এই উৎসবে । তাঁরা শ্মশানে প্রদীপ জ্বালিয়ে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে নিবেদন করেন ।
এদিকে এই উৎসব ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার । তিনি বলেন,’শ্মশান রক্ষা কমিটির সঙ্গে একাধিকবার নিরাপত্তা নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । মহাশ্মশান এলাকা সিসিটিভি ক্যামেরার নজরদারি ব্যবস্থা করা হয়েছে ।’।