এইদিন স্পোর্টস নিউজ,১৮ ফেব্রুয়ারী : চলতি মাসের শুরুতে এম্পানিওলের কাছে ১-০ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল রেয়াল মাদ্রিদ। সেই ঘটনার প্রেক্ষিতে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ টেনে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের (সিএসডি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে মাদ্রিদ। শুধু যে ওই ম্যাচ নিয়ে মাদ্রিদের অভিযোগ ছিল এমন নয়। পরে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্র (১-১) করার পরও রেফারির সমালোচনা করেছিল তারা।
লা লিগার রেফারিং নিয়ে মাদ্রিদের ক্ষোভের আগুনে ঘি ঢালে সর্বশেষ ওসাসুনার বিপক্ষে বেলিংহ্যামের লাল কার্ড দেখা। ওই ম্যাচেও পয়েন্ট হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। একের পর এক ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট রেয়াল মাদ্রিদের বোর্ডের সেক্রেটারি হোসে লুইস দেল ভায়ে ও ডিরেক্টর জেনারেল হোসে আনহেল সানচেস গতকাল এ নিয়ে দেখাও করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারিদের টেকনিক্যাল কমিটির প্রধানের সঙ্গে।
একদিকে রেফারির সিদ্ধান্ত পক্ষে যাচ্ছিল না, তার সঙ্গে ম্যাচের পর ম্যাচ পয়েন্ট হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও নড়বড়ে হয়ে গিয়েছিল লস ব্লাঙ্কোদের। এবার সেটা হাতছাড়াই হয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। গতকাল লিগের ম্যাচে রায়ো ভায়েকানোকে ১-০ ব্যবধানে হারিয়ে লিগের শীর্ষে উঠে গেছে কাতালানরা। বার্সার হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন রবের্ত লেভানদফস্কি।
এ জয়ে ২৪ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৫১। সমান ম্যাচে রেয়াল মাদ্রিদেরও পয়েন্ট সমান ৫১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থানটা বার্সার দখলে। আর ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
ঘরের মাঠ স্তাদি অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে গতকাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা। কিন্তু কোনোভাবেই গোল আদায় করতে পারছিলেন না লেভানদফস্কি- রাফিনিয়ারা। কয়েকবার গোলের পরিষ্কার সুযোগ তৈরি করলেও ভায়েকানোর আর্জেন্টাইন গোলকিপার আগুস্তো বাতায়ার দৃঢ়তায় গোলমুখ অক্ষত থাকে ইনিগো পেরেসের দলের। তবে ম্যাচের ২৬ মিনিটে বক্সের ভেতর ইনিগো মার্তিনেসকে ফাউল করেন ভায়েকানো ডিফেন্ডার পাথে সিস। এতে পেনাল্টি পায় বার্সা । স্পটকিক থেকে গোল করে বার্সাকে এগিয়ে (১-০) দেন লেভানদফস্কি। বিরতির আগ মুহূর্তে অবশ্য বার্সার জালে বল জড়িয়েছিল ভায়েকানো। কিন্তু সে গোলটি বাতিল হয় অফসাইডে।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের খুব কাছে চলে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা নিয়ে কোচ হানসি ফ্লিক বলেছেন, ‘ক্লাব ও সমর্থকদের এটা প্রাপ্য।’ তবে শীর্ষে উঠলেও এখনই আনন্দে মেতে উঠতে চান না ফ্লিক, ‘এতে কোনো কিছুই পরিবর্তন হয়নি। মৌসুমের শেষ পর্যন্ত জায়গাটা ধরে রাখতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’।

