এইদিন ওয়েবডেস্ক,বুনিয়াদপুর,০৮ জুলাই : কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে আজ বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনগুলি । এরাজ্যেও বনধের সমর্থনে নেমেছিল সিপিএম ও তাদের বিভিন্ন শাখা সংগঠনগুলি । তবে পুলিশের তৎপরতায় রাজ্যে বনধের তেমন কোনো প্রভাব পড়েনি । এদিকে দক্ষিণ দিনাজপুরে জেলার বুনিয়াদপুরের একটা ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । বনধের সমর্থনে রাস্তায় নামা একজন সিপিএম নেতাকে বংশীহারি থানার আইসির সঙ্গে বচসায় জড়াতে দেখা যায়৷ তারই মাঝে আইসি তার বাম হাত দিয়ে সিপিএমের ওই নেতার ডান গালে সপাটে চড় কষিয়ে দেন । সিপিআইএম কর্মীকে আইসি চড় মারায় জেলা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে।
জানা গেছে,এদিন বুনিয়াদপুরে বংশীহারি থানার সামনে পিকেটিংয়ে বসেন সিপিএম কর্মীরা। সেই অবস্থান ভাঙতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাধা দেওয়ার চেষ্টা করতেই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে । সেই সময় একজন সিপিএম নেতাকে আইসির সঙ্গে বচসায় জড়াতে দেখা যায়৷
সিপিএম নেতা আইসিকে বলেন,’সারাদিন করব । আন্দোলন করবো আমরা । আমার নাম মাজেদুর রহমান ।’
আইসি বলেন,’গরম দেখাচ্ছেন ?:
তখন ওই সিপিএম নেতা বলেন, ‘না, গরম আপনাকে আমি দেখাইনি ।’ তিনি আরো কিছু বলার চেষ্টা করলে আইসি তার বাম হাত দিয়ে সিপিএম নেতার ডান গালে সপাটের চর কষিয়ে দেন । এরপর তিনি সিপিএম নেতাকে ঠেলতে ঠেলতে নিয়ে যান এবং বলেন, “ফাজলামো… ফাজলামো” । জানা গেছে ওই সিপিএমের নেতা বুনিয়াদপুর এরিয়া কমিটির সদস্য এবং তাকে যিনি চড় মেরেছেন তিনি বংশিহরি থানার আইসি অসীম গোপ । দেখুন ভিডিও 👇
এই ঘটনার পর বিক্ষোভ আরও বেড়ে যায়। তারপর তাঁকে আটক করা হয়। বাম নেতাকে চড় মারার অভিযোগে বংশীহারি থানার আইসি-র বিরুদ্ধে ধ্বণি দেয় সিপিএম সমর্থকরা। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।।

