এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,২৯ জুন : দিন সাতেক আগে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে বাংলাদেশে নিষিদ্ধ কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ‘আনসার-আল-ইসলামের’ সাহাদাত’ মডিউলের পশ্চিমবঙ্গ শাখার পান্ডা মহম্মদ হাবিবুল্লাহ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) । তারপরে একের পর এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে । ‘আনসার-আল- ইসলামের’ ‘সাহাদাত’ মডিউলের জাল রাজ্যের কোথায় কোথায় বিস্তৃত তা এখনো স্পষ্ট নয় । তবে এই জাল ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও । কারন মঙ্গলকোট থানার মুসলিম অধ্যুষিত গ্রাম কুলসোনার বাসিন্দা আনোয়ার শেখ (২৮) নামে এক সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে এসটিএফ । পেশায় পরিযায়ী শ্রমিক মহম্মদ হাবিবুল্লার ঘনিষ্ঠ সহযোগী আনোয়ারকে শুক্রবার চেন্নাই থেকে পাকড়াও করা হয়েছে । আজ তাকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলার কথা। যদিও পরিবারের দাবি, সে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত নয় এবং তাকে ফাঁসানো হয়েছে।
মঙ্গলকোটের ভাল্যগ্রাম অঞ্চলের কুলসোনা গ্রামের ঢালাইপাড়ার বাড়ি আনোয়ার শেখের । তারা তিন ভাই পাঁচ বোন । বোনেদের বিয়ে হয়ে গেছে । তিন ভাইয়ের মধ্যে মেজ আনোয়ার শেখ। দাদা আলিম শেখ মোটরভ্যান চালায় । ভাই সেলিম চেন্নাইয়ে একটি চামড়ার কারখানায় কাজ করে ।বছর ২০ আগে তাদের মা মারা গেছে । তারপর বাবা আনিসুর রহমান ফের দ্বিতীয় বিয়ে করে ছেলেমেয়েদের ফেলে গ্রাম ছেড়ে পালিয়ে যায় । বিধবা নিঃসন্তান মাসি জাবিদা বিবির কাছে মানুষ আনোয়াররা ।
আনোয়ার শেখ বিবাহিত । তার তিন মেয়ে । মেয়েদের নিয়ে বাড়িতে থাকেন আনোয়ারের স্ত্রী রেজিনা বিবি। অ্যাসবেসটস ছাউনি দেওয়া একটি ঘরে থাকেন তারা । আনোয়ার আগে উত্তরপ্রদেশে কাজ করত । পরে চেন্নাইয়ে একটি লণ্ড্রিতে কাজে লাগে । সেখানেই হানা দিয়ে এসটিএফ তাকে গ্রেফতার করে । আপাত নিরীহ আনোয়ার শেখ যে তলায় তলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না । জাবিদা বিবির কথায়, তার বোনপো সন্ত্রাসী হতে পারে না । একই দাবি করেছেন গ্রামবাসী মিরাজ শেখসহ আরও কয়েকজন। তাদের প্রশ্ন, ‘পুলিশ কিছু ভুল করছে না তো ?’ তবে তদন্তকারী দল জানতে পেরেছে যে ভিনরাজ্যের মুসলিম যুবকদের মগজ ধোলাইয়ের কাজ করছিল আনোয়ার শেখ।
প্রসঙ্গত, মহম্মদ হাবিবুল্লাহকে জেরা করে দিনকয়েক আগেই হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল হারেজ শেখ নামে এক সন্ত্রাসীকে । নদিয়ার মায়াপুরের বাসিন্দ । ২৭ বছর বয়সী হারেজও সন্ত্রাসবাদী সংগঠন ‘আনসার-আল-ইসলামের’ সাহাদাত’ মডিউলের সদস্য বলে মনে করছে এসটিএফ ।।