এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৯ ফেব্রুয়ারী : কর্ণাটকের বেঙ্গালুরুর মেলুকোটে যদুগিরি মঠের প্রধান ইয়াথিরাজা রামানুজ জেয়ার স্বামীজিকে প্রাণে মারার হুমকি দিয়েছে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা সন্ত্রাসবাদী সংগঠন । যার জেরে ইয়াথিরাজা রামানুজ জেয়াকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । সম্প্রতি একটি ভিডিও বার্তায় ওই সন্ত্রাসবাদী সংগঠনটি হুমকি দিয়েছিল বলে খবর ।
যদুগিরি ইয়াথিরাজা মঠের ইয়াথিরাজা জেয়ার ব্যাঙ্গালোরের মল্লেশ্বরামের শখ মঠে থাকতেন এবং মেলুকোটে বৈরামুদি, শ্রী রামানুজা তিরুনাক্ষত্র সহ বিশেষ বিশেষ দিনে মেলুকোটে আসতেন এবং পূজা কাইঙ্কার্য সম্পন্ন করতেন । স্বামীজির নেতৃত্বে চার-পাঁচ মাস আগে বিশিতাদ্বৈত তত্ত্বের প্রতিষ্ঠাতা রামানুজাচার্যের মূর্তি তৈরি হয়েছিল । ২০২২ সালের জুলাই মাসে মুর্তিটি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের যদুগিরি মঠে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেছিলেন ইয়াথিরাজা রামানুজ জেয়ার স্বামীজি । আর তাঁর সেই অপরাধেই প্রাণে মারার হুমকি দিয়েছে ওই সন্ত্রাসবাদী সংগঠনটি । উল্লেখ্য,গত বছর ওই সন্ত্রাসবাদী সংগঠনটিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ।।