এইদিন ওয়েবডেস্ক,ইটানগর, ১৮ এপ্রিল : লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে অরুণাচল প্রদেশে বিজেপি নেতাকে অপহরণ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএন-কেওয়াইএ এর জঙ্গিরা । বুধবার ভোর রাত ১ টা নাগাদ সশস্ত্র জঙ্গিরা সঙ্গম ওয়াংসু (Sangam Wangsu,50) নামে ওই বিজেপি নেতার বাড়িতে ঢুকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায় । অপহৃত বিজেপি নেতা স্থানীয় একটি গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান (GPC) বলে জানা গেছে । নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএন-কেওয়াইএ আসন্ন বিধানসভা নির্বাচনে এনপিপি প্রার্থীকে সমর্থন করার জন্য ভোটারদের হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরে এই ঘটনা ঘটেছে । মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) পবন কুমার সেন বলেছেন যে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
অরুণাচল প্রদেশের লংডিং-এর বিদ্রোহ-কবলিত জেলায় অবস্থিত লংডিং পুমাও বিধানসভা কেন্দ্র থেকে খবর আসছে যে একটি জঙ্গি গোষ্ঠী ভোটারদের একটি নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন করার জন্য লাগাতার হুমকি দিয়ে আসছে । হুমকি সম্বলিত লিফলেটও নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে বিতরণ করা হচ্ছে। ওই সশস্ত্র জঙ্গিরা এনএসসিএন-কেওয়াইএ-এর সাথে যুক্ত, একই নির্বাচনী এলাকার নিয়াসা, লংখাও, মিন্টং এবং লংফং সহ গ্রামগুলিতে ভীতি প্রদর্শনের জন্য আগ্নেয়াস্ত্র হাতে হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠছে । এই জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী থাংওয়াং ওয়াংহামকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, শুক্রবার(১৯ এপ্রিল) একযোগে লোকসভা এবং ৬০-সদস্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও তার মধ্যে, ক্ষমতাসীন বিজেপির ১০ জন প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন । লংডিং ও তিরাপ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনো জঙ্গি গোষ্ঠীর নির্বাচনে হস্তক্ষেপ না হয়। আসাম রাইফেলস এবং অন্যান্য আধাসামরিক বাহিনীকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জানানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কর্মকর্তা ।।