এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৯ ডিসেম্বর : আন্তঃরাজ্য ট্রাক হাইজ্যাকিং দলকে ধরতে প্রায় দেড় ঘণ্টার স্নায়ু যুদ্ধের পর অবশেষে জয় পেল বাঁকুড়া জেলা পুলিশ । জানা গেছে,শনিবার বিকেল ৪.৩০ নাগাদ এন.এইচ-৬০ ধরে খড়গপুর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল ঝাড়খণ্ডের নম্বার প্লেট লাগানো একটি খালি লরি । লরিটি বাঁকুড়া জেলার ওন্দার কালীসেনের কাছে আসতেই চার বন্দুকবাজ চালকের মাথায় বন্দুক ধরে লরিটিকে ‘হাই জ্যাক’ করে ।
জানা গেছে, খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ । দুষ্কৃতিদের পালানোর সম্ভাব্য রাস্তাগুলিতে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় । শেষে প্রায় দেড় ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর বিকেল ৫ টা ৪৫ নাগাদ বড়জোড়া ব্যারেজ দু’টি লরিকে আটক করে পুলিশ । ওই দুই লরির মধ্যে একটি ছিনতাই হওয়া ও অপরটি ছিনতাইয়ের কাজে ব্যাবহার করা হয়েছিল বলে জানা গেছে । পাশাপাশি আটক করা হয় ছিনতাইকারী দুই ব্যক্তিকে । তাদের কাছ থেকে ৩ টি আগ্নেয়াস্ত্রও ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,ধৃতরা আন্তঃরাজ্য ট্রাক পাচারচক্রের সঙ্গে যুক্ত । এই চক্রের বাকিদের সন্ধান পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।