এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৪ নভেম্বর : কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের উপর উৎপাদন শুল্ক কমানোর পর অনেক রাজ্যও ভ্যাট কমিয়েছে । কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এযাবৎ ভ্যাট কমানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি । আর এটাকে ইস্যু করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে রাজ্য বিজেপি ।পেট্রোল ও ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে রাজ্য জুড়ে চলছে বিজেপির মিছিল ও বিক্ষোভ সমাবেশ । বুধবার বিকেলে বাঁকুড়ার সোনামুখীতে এমনই একটি মিছিলে যোগ দিতে গেলে বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে আটক করল বাঁকুড়া জেলা পুলিশ । তিনি ছাড়াও বিধায়ক দিবাকর ঘরামী, জেলা সভাপতি সুজিত অগস্থীসহ ১৮ জন বিজেপির নেতা ও কর্মীকে পুলিশ আটক করে বলে জানা গেছে । এদিকে ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে পাত্রসায়েরের কাঁকরডাঙ্গা মোড়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কনভয় আসতেই তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখায় বলে অভিযোগ ।
জানা গেছে,পেট্রোল ও ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে এদিন বিকেলে বাঁকুড়া জেলার সোনামুখীতে মিছিলের ডাক দিয়েছিল বিজেপি । ওই মিছিলে যোগ দেন দিলীপ ঘোষ,রাজু বন্দ্যোপাধ্যায়সহ জেলার নেতারাসহ বহু বিজেপি কর্মী । এদিকে দিলীপ ঘোষ,রাজু বন্দ্যোপাধ্যায়রা মিছিলে যোগ দেওয়ার আগেই গোটা শহরকে কার্যত ঘিরে ফেলে পুলিশবাহিনী । তাদের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস ও বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন শেখসহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা ।
জানা গেছে,বিকেল নাগাদ দিলীপ ঘোষেদের মিছিলটি সোনামুখী সিনেমাতলাতে আসতেই পুলিশ ব্যারিকেড করে মিছিলের পথ আটকায় । বিজেপির নেতাকর্মীরা ব্যরিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায় । এরপর রাজু বন্দ্যোপাধ্যায়সহ ১৮ জনকে আটক করে পুলিশ । তার আগে দলের ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে পাত্রসায়ের কাঁকরডাঙ্গা মোড়ে বেশ কিছু তৃণমূল কর্মী দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন । যদিও দিলীপবাবু নিরাপদেই ঐ রাস্তা দিয়ে বেড়িয়ে যান । তবে বাঁকুড়া ছাড়াও এদিন সকালে আসানসোলের বার্নপুরে গিয়েও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে । বার্নপুর বাসস্ট্যান্ডের কাছে তাঁর গাড়ি ঘিরে ‘খেলা হবে’ স্লোগান দেওয়ারও অভিযোগ উঠেছে । যদিও তৃণমূলের তরফ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
এদিনের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘ত্রিপুরায় গিয়ে যারা গণতন্ত্র খুঁজছেন তারা আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন । পেট্রল ডিজেলের দাম কমানোর দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে এসেছিলাম । এতো ভয় আমাদের ? বাঁকুড়া পুলিশ আমাদের কয়েকশো কর্মীকে আটক করেছে ।’ সেই সঙ্গে কালো পতাকা দেখানোর ভিডিও ট্যুইটারে পোস্ট করে দিলীপ ঘোষ লেখেন, ‘শান্তিপ্রেমী এবং গনতান্ত্রিক টিএমসি গুন্ডার দল,বিরোধীদের প্রতি তাদের সৌজন্যের পথ দেখাচ্ছে । বাঁকুড়ার পাত্রসায়েরের কাঁকরডাঙ্গায় । তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাস ।’।
ছবি : দিলীপ ঘোষের পোস্ট করা ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।