এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ অক্টোবর : রাজ্যের পরিবহণ কর্মীদের বেতন কমানো হয়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি পরবর্তী কালে পরিবহণ কর্মীদের ছাঁটাই করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন । রাজ্যের পরিবহন ভবনের লেটার প্যাডে পশ্চিমবঙ্গের যুগ্ম সচিবের স্বাক্ষরিত একটা চিঠি এক্স-এ শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী । চলতি অক্টোবর মাস থেকে ‘স্যালারি সাবসিডি প্রপোজাল’ বিষয়বস্তু সম্বলিত গত ৪ অক্টোবরের ওই চিঠিতে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশন, কলকাতা স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন, ওয়েস্টবেঙ্গল সারফেস স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনকে নির্দিশ দিয়েছেন,’আমি আপনাকে জানাতে নির্দেশ দিচ্ছি যে অর্থ বিভাগ তাদের ইউও নম্বর : গ্রুপ আর/২০০২৪-২০০২৫ /০১৬১ ২৬/০৯/৩০২৪ তারিখে মতামত দিয়েছে যে “..২০২৪ সেপ্টেম্বর থেকে পরিবহণ বিভাগের অধীনে এসটিইউতে বেতন ভর্তুকি ১০০% এর পরিবর্তে ৯০% এ নামিয়ে আনা হয়েছে, এবং ১০০% বেতন ভর্তুকির জন্য এস টি ইউ-এর দাবি সেপ্টেম্বর,২০২৪ থেকে আর গ্রহণ করা হবে না। এই পরিস্থিতিতে, আমাকে সেই অনুযায়ী বেতন প্রস্তাব জমা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।’
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, ‘দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার ৭ লক্ষ কোটি টাকা ঋণের পাহাড়ের নিচে চাপা পড়ে এখন পরিবহণ কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ বিভাগ, কার্যকারিতাগুলি দক্ষতার সাথে পরিচালনা করতে অক্ষম, এবং ক্রমাগত রাজ্য পরিবহন আন্ডারটেকিংস (STUs) যেমন WBTC, CSTC, WBSTC, আর্থিক রেড জোনে NBSTC এবং SBSTC কে অর্থনৈতিক লাল সীমানায় ঠেলে দিয়েছে । বিভাগটি কেবল নিজেকে বিকশিত করতে এবং অপারেটিং দক্ষতা বাড়াতে পারে না। দুর্ভাগ্যবশত তারা STU-এর ১০% বেতন ভর্তুকি কমিয়ে দিয়েছে। কয়েক দশক ধরে অধিদফতরের সঙ্গে যুক্ত পরিবহন শ্রমিকদের মার খেতে হবে। কে জানে এইবার বেতন ১০% কম করে আগামী দিনে তাদের ছাঁটাই করা হতে পারে।’।