এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ জানুয়ারী : আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী সারা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে । আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের । এরাজ্যেও বিভিন্ন সব জেলা জুড়ে সরকারিভাবে এই দিনটি বিভিন্ন খেলাধুলার মধ্যে পালন করে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেস । ব্যতিক্রম শুধু এবছর । কারন এবারে ছাত্র যুব উৎসব বাতিল করে দিয়েছে রাজ্য সরকার । অনুষ্ঠান বাতিলের একটি বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব রাজেশ কুমার সিনহার তরফে গত ৩ জানুয়ারী জারি করা হয়েছে । নোটিশে বলা হয়েছে, ‘আমাকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যে ১০/০১/ ২০২৪ থেকে ১২/০১/২০২৪ পর্যন্ত জেলাগুলিতে যুব উৎসব ২০২৩-২৪ অনিবার্য পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে ।’ যুব উৎসব বাতিলের কারন হিসাবে বলা হয়েছে যে রাজ্য সরকার ‘এজন্য যে তহবিল প্রকাশ করেছিল তা প্রত্যাহার করা হবে’ ।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিটি ‘এক্স’-এ পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি লিখেছেন,’দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ছাত্র যুব উৎসব ২০২৩-২৪ বাতিল করেছে । যুব উৎসব যা যুব আইকন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হয়, গত কয়েক বছর ধরে রাজ্য সরকার তার আয়োজন করে আসছিল ।এটি তরুণ প্রতিভাদের জন্য বিভিন্ন শৈল্পিক এবং বুদ্ধিবৃত্তিক ডোমেনে তাদের দক্ষতা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম ছিল । কিন্তু এই অনুষ্ঠানটি আকস্মিক এবং অপ্রত্যাশিত ভাবে বাতিল হওয়ায় অংশগ্রহণকারী এবং আয়োজক উভয়ের জন্যই হতাশাজনক ।’
তিনি আরও লিখেছেন,’এই সরকার তাদের অগ্রাধিকারে ভুল করেছে। তারা প্রাণবন্ত সাংস্কৃতিক ও শিক্ষামূলক পরিবেশকে উন্নীত করার জন্য তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে । পরিবর্তে তারা মদ বিক্রি এবং দেশীয় মদ তৈরি করে এবং সস্তা দামে লোকেদের কাছে উপলব্ধ করার মাধ্যমে রাজস্ব আয়ের দিকে মনোনিবেশ করেছে ৷’
শুভেন্দু অধিকারী লিখেছেন,’এই ধরনের সাংস্কৃতিক ইভেন্টগুলি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের পথ প্রশস্ত করতে সহায়ক, কারণ যুবকরা তাদের সৃজনশীল সম্ভাবনা অন্বেষণ করার সুযোগ দেয়, যা ঐতিহ্যগত একাডেমিক পদ্ধতির পরিপূরক । পশ্চিমবঙ্গ সরকার যুব সমাজের মনোবল ও উদ্যমের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ।’।