এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩১ অক্টোবর : ব্যাঙ্কের ভিতরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক কৃষক । ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোলের আলমপুরে । প্রতাপচন্দ্র ঘোষ নামে ওই কৃষক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । প্রতাপচন্দ্রবাবুর স্ত্রী সোনালি ঘোষের অভিযোগ,কৃষি ঋনের কিস্তি দিতে না পারায় ব্যাঙ্ক ম্যানেজার সকলের সামনে অপমান করায় সেই অপমানে আত্মহত্যার চেষ্টা করেছেন তাঁর স্বামী । যদিও এনিয়ে তিনি কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,গাজোল থানার আলমপুরের বাসিন্দা পেশায় কৃষক প্রতাপচন্দ্র ঘোষ স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কৃষি ঋন নিয়েছিলেন । কিন্তু ফলন ভালো না হওয়ায় ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে পারছিলেন না । এদিকে সংসার চালানোর জন্য একটি জমি বিক্রি করেছিলেন প্রতাপচন্দ্রবাবু । সেই টাকা তিনি ওই ব্যাঙ্কের অ্যাকাউন্টেই রেখেছিলেন ।
সোনালিদেবী বলেন, ‘শনিবার আমি আর আমার স্বামী ব্যাঙ্কে টাকা তোলার জন্য গিয়েছিলাম । আমার স্বামী চেকে টাকা তুলতে গেলে ব্যাঙ্ক থেকে জানানো হয় ঋণের কিস্তি দিতে না পারায় অ্যাকাউন্ট ব্লক করে রাখা আছে । কিস্তি শোধ করলে তবেই অ্যাকাউন্টটি ফের খোলা হবে । এনিয়ে আমার স্বামী ও ব্যাঙ্ক ম্যানেজারের মধ্যে দু’চার কথা হয় । তখন সকলের সামনে ম্যানেজার আমার স্বামীকে বলেন, ‘আপনার মত লোক মরে গেলেও কিছু যায় আসে না । আগে টাকা শোধ করুন’ । এরপর আমার স্বামী কোথা থেকে বিষ এনে আমরা কিছু বোঝার আগেই ব্যাঙ্ক ম্যানেজারের সামনে তা পান করেন । সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক ।’ এই ঘটনায় ব্যাঙ্ক ম্যানেজারের শাস্তির দাবি জানিয়েছেন সোনালিদেবী । যদিও ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে ওই কৃষককে শুধু ঋনের কিস্তি শোধের জন্য আবেদন জানানো হয়েছিল । কোনও প্রকার অপমানজনক কথা বলা হয়নি ।।