এইদিন স্পোর্টস নিউজ,০১ ডিসেম্বর : টেস্টে শূন্যে আউট হওয়ার লজ্জার রেকর্ড এখন বাংলাদেশের মুমিনুলের দখলে । এনিয়ে ১৭ বার তিনি শুন্য রাতে আউট হয়েছেন । শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে রাউন্ড দ্য উইকেট থেকে বলটি বাইরে বের করে দিয়েছিলেন কেমার রোচ। বাঁহাতি মুমিনুল হক ব্যাট ধরেছিলেন অফ স্টাম্প বরাবর। কিন্তু বল যাচ্ছিল কাল্পনিক ফোর্থ স্টাম্পের দিকে। ফলে এজ হন তিনি, ঝাঁপিড়ে পড়ে গ্লাভসে বল জমা করেন জশুয়া ডা সিলভা। ৬ বলের ডাকে আউট হন মুমিনুল।এ নিয়ে টেস্টের ১২৮ ইনিংসে ১৭ বার শূন্যে আউট হলেন মুমিনুল। যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। এই লজ্জার রেকর্ডে আশরাফুল ইসলামকে পিছনে ফেলে দিয়েছেন বাংলাদেশের ওই ব্যাটসম্যান । এতদিন ১৬ বার শুন্য রানে আউট হওয়ার রেকর্ড ছিল আশরাফুলের দখলে । সবচেয়ে বেশি ৪৩টি ডাক কোর্টনি ওয়ালশসের। তবে বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২২টি ডাক প্রাক্তন লঙ্কান মারভান আতাপাত্তুর।
সাবিনা পার্কে মুমিনুলের আগে ৩ রান করে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। তার ঘাতকও রোচ, ক্যাচ ধরেন সিলভা। পাঁচ ঘণ্ট পরে শুরু হওয়া টেস্টে ২ উইকেটে ৬৯ রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। সাদমান ইসলাম ৫০ ও শাহাদাত হোসেন দিপু ১২ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন।ব্যাকফুটে থেকে এই ম্যাচ শুরু করে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম ম্যাচে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। মুমিনুল হক ও জাকের আলীর অর্ধশতক ও তাসকিন আহমেদের ইনিংসে ৬ উইকেট ব্যতীত বাংলাদেশের বলার মতো নেই আর কিছুই।।