এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৬ অক্টোবর : বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী । কিন্তু তারা বেশিক্ষণ ভারতীয় নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে থাকতে পারেনি । শনিবার রাতে ওই দুই বাংলাদেশি মালদা জেলার ইংরেজবাজার থানার সুস্তানি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে তাদের পাকড়াও করে৷ পুলিশ জানতে পেরেছে যে ওই দুই অনুপ্রবেশকারীর নাম মহম্মদ রাসেল মিয়া (৩৩) ও মহম্মদ রিফাত (২১) । প্রথমজনের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় এবং দ্বিতীয় জন রংপুর জেলার বাসিন্দা৷ তবে তারা কি উদ্দেশ্যে অত্যন্ত গোপনে ভারতে অনুপ্রবেশ করেছিল তা এখনো স্পষ্ট নয় । আজ রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে তারা বেশ ১০-১৫ দিন আগেই অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ করেছিল। তবে এই ক’দিন কোথায় ও কি উদ্দেশ্যে ছিল তা জানা যায়নি । ধৃতরা নিজেরাও কবুল করে যে এরাজ্যে তাদের কোনো আত্মীয়স্বজন নেই । ফলে তাদের সন্দেহজনক গতিবিধি ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠছে৷ পাশাপাশি সীমান্তে বিএসএফের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।।

