এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ ফেব্রুয়ারী : কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ ৷ আটক যুবক নিজেকে রফিকুল ইসলাম বিশ্বাস নামে পরিচয় দেয় । ওই যুবক মেয়রের ঘরের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বলে জানা গেছে । বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে নিউটাউন থানার পুলিশ ।
জানা গেছে,আজ সোমবার সকালে কলকাতা পুরসভার পাসপোর্ট ও বার্থ সার্টিফিকেট সেকশনের সামনে ঘোরাঘুরি করছিল ওই যুবক । পাশেই ছিল মেয়রের অফিস । সন্দেহ হওয়ায় পুরকর্মীরা তার পরিচয়পত্র খতিয়ে দেখতে শুরু করে । তখনই অসঙ্গতি নজরে পড়ে তাদের । তার আধার কার্ডের সঙ্গে পাসপোর্টের মিল পাওয়া যায়নি বলে জানা গেছে । যেকারণে তাকে নিউটান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । যদিও যুবকের দাবি বাংলাদেশী বলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ।
প্রসঙ্গত,শেখ হাসিনাকে উৎখাতের পর থেকে ভারতে অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়ে গেছে । আর এই অনুপ্রবেশ অনেকাংশে সুপরিকল্পিত ভাবে করা হচ্ছে । বাংলাদেশ জামাত ইসলামি, বিএনপি, হিযবুতের মত কট্টর ইসলামি মৌলবাদী দলগুলি একদিকে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ছাড়াও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে জনবিন্যাসের পরিবর্তন ঘটাতে পরিকল্পিতভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ ঘটাচ্ছে । পাশাপাশি পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যগুলিতে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনগুলির মডিউলকে সক্রিয় করছে নাশকতার জন্য । আর এই অনুপ্রবেশে প্রত্যক্ষ মদত দিচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ৷ যাতে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে নয়াদিল্লির ।।