এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,১৪ মে : দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে দেড় বছর বয়সের শিশু পুত্রসহ গ্রেপ্তার হল বাংলাদেশি মহিলা । ধৃতের নাম মুন্নি বেগম (২৩ )। স্বামীর নাম মোহাম্মদ জাহিদ। বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল পুলিশ থানার অধীন পার্বতীপুর কালীমন্দির এলাকায়।
পতিরাম থানার বটুন এলাকা থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে । আজ বুধবার মা ও শিশুকে বালুরঘাট আদালতে পাঠানো হয় । ওই মহিলা শিশু সন্তানকে নিয়ে কীভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ৷
পতিরাম থানার ওসি সৎকার স্যাংবো জানান,মঙ্গলবার সন্ধ্যায় নাগাদ মুন্নি বেগম নামে ওই মহিলা ভারত সীমান্ত থেকে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল। তার গতিবিধিতে সন্দেহ হওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার ৫৭ নম্বর ব্যাটেলিয়ানের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে পাকড়াও করে । জিজ্ঞাসাবাদ করতেই মহিলা জানায় যে সে আদপে বাংলাদেশি এবং পুলিশের ধরপাকড়ের ভয়ে দেশে ফিরছিল শুরু। রাতেই মা ও শিশুটিকে তুলে দেওয়া হয় পতিরাম থানার পুলিশের হাতে । আজ আদালতে তোলায় ধৃত বাংলাদেশি মহিলাকে ।।

