এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৭ নভেম্বর : কেপমারির শিকার হলেন বাংলাদেশের এক পর্যটক মহিলা । গত ২৪ তারিখ রাতে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও সিকিম ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসছিলেন ইয়ানা খাতুন নামে ওই মহিলা । চলন্ত ট্রেনের মধ্যে দুই অজ্ঞাত ব্যক্তি তাকে চা খাওয়ায় । আর চা পান করার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং সেই সুযোগে তার বাগ থেকে সোনার গহনা ও যাবতীয় নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তার । মহিলার অভিযোগ,তিনি শিলিগুড়ি জংশনে নামার পর জিআরপিতে অভিযোগ দায়ের করেন, কিন্তু তার সঙ্গে কোনো সহযোগিতা করা হচ্ছে না ।
কেপমারির শিকার বাংলাদেশি মহিলা জানিয়েছেন,গত ২৩ নভেম্বর তিনি একজনের সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ঘুরতে আসেন । সিকিম থেকে দার্জিলিং ঘুরে তারা উত্তরবঙ্গে ভ্রমণের জন্য ট্রেনে শিলিগুড়ি আসছিলেন । কিন্তু পথে তাকে এই প্রকার তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয় । সর্বস্ব হারিয়ে এখন কি করে দেশে ফিরবেন তা নিয়েই চিন্তায় আছেন ওই মহিলা ও তার সঙ্গী ।।