এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৩ নভেম্বর : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মোদী রাজত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণার জন্য আহ্বান জানাল বাংলাদেশি সন্ত্রাসী জসিমুদ্দিন রহমানি । কুখ্যাত ইসলামী সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার স্থানীয় পৃষ্ঠপোষক তথা আনসার আল ইসলামের সন্ত্রাসবাদি হল এই জসিমুদ্দিন রহমানি । শুধু বাংলাকে বিচ্ছিন্ন করাই নয়, গোটা ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি দিয়েছে ওই সন্ত্রাসবাদী । সন্ত্রাসবাদী জসীমউদ্দীনের রহমানির একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । ভিডিওতে তাকে বলতে শোনা গেছে,’ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দেবে না । বাংলাদেশ সিকিম বা ভুটান নয়, বাংলাদেশ ১৮ কোটি মুসলিম জনতা তওহিদি জনতার দেশ । এটা আমাদের পবিত্র ভূমি । এদিকে যদি চোখ তুলে তাকাও সেই চোখ উপরে ফেলা হবে । এদিকে যদি পা বাড়াও সেই পা ভেঙে দেওয়া হবে৷ এদিকে যদি হাত বাড়াও হাত কেটে দেওয়া হবে ।’
ওই সন্ত্রাসবাদি হুমকি দেয়,’যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টার… চায়না কে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও । সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলবো । কাশ্মীরিকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও । পাকিস্তান আর আফগানিস্তান কে বলে দেবো তোমরা কাশ্মীরকে সাহায্য কর । কাশ্মীর কি আজাদি কে লিয়ে কাম করো । আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো আপনি বাংলাকে মোদির রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা করুন । এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ… খালিস্থানের শিখদের বলবো তোমাদের সময় এসেছে এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও ।’
জসিমুদ্দিন রহমানি তার মন নিজের মনের ইচ্ছা প্রকাশ করে বলে, ‘সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে…ইনশাল্লাহ এই তৌহিদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে । সুতরাং আমি ভারতকে বলবো বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না৷ জসীমউদ্দীন রহমানীকে নিয়ে বাড়াবাড়ি করো না । জসীমউদ্দীন রহমান কোন জঙ্গি নয় । তোমরা তাকে জঙ্গি বানিয়েছো । তওবা কর ।’
ভিডিওতি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে ব্লিটজ পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন সোয়েব চৌধুরী লিখেছেন,’ট্রাম্পকে এই দানবদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে! এই জিহাদি জানোয়ারের নাম জসিমুদ্দিন রহমানি, আল কায়েদার স্থানীয় ফ্র্যাঞ্চাইজি আনসার আল ইসলামের কিংপিন। এই ভিডিওটি শুনুন। তিনি বাংলাদেশে কোনো হিন্দুর অস্তিত্ব অস্বীকার করেন,১৮০ মিলিয়ন মুসলমান বলে উল্লেখ করেন। তিনি ভারতের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানান।’।