এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,২২ আগস্ট : অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় ঢুকে পরা এক বাংলাদেশি জওয়ানকে পাকড়াও করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) । ধৃতের নাম মহম্মদ মিরাজ ইসলাম । সে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০তম ব্যাটালিয়নের একজন জওয়ান এবং বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মাদলায় কর্মরত ।একজন বিএসএফ কর্মকর্তার জানিয়েছেন, সে সশস্ত্র ছিল এবং তার অনুপ্রবেশের উদ্দেশ্য যাচাই করা হচ্ছে । ধৃত মিরাজ তার এক সহকর্মীকে নিয়ে ১৩৬-১৩৭ নম্বর সীমান্ত গেট ব্যবহার করে ভারতীয় ভূখণ্ডের প্রায় ১০০ মিটার ভেতরে প্রবেশ করেছিল । পরে তারা একটি চা বাগানে প্রবেশ করে।
বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরার সিপাহিজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কামথানা গ্রামে এই ঘটনা ঘটে।মিরাজ তার এক সহকর্মীকে নিয়ে ১৩৬-১৩৭ নম্বর সীমান্ত গেট ব্যবহার করে ভারতীয় ভূখণ্ডের প্রায় ১০০ মিটার ভেতরে প্রবেশ করেছিলেন।পরে সে একটি চা বাগানে প্রবেশ করে । তবে, মিরাজকে আটককারী বিএসএফ সদস্যদের সজাগ দৃষ্টি এড়াতে তারা ব্যর্থ হয়, ধরা পড়ে যায় মহম্মদ মিরাজ । যদিও অন্য অনুপ্রবেশকারী সীমান্তে ফিরে আসে। কামথানা বিএসএফ ক্যাম্পে মিরাজকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হয় । বিএসএফ এবং বিজিবির কমান্ড্যান্টরা টেলিফোনে কথাবার্তা শুরু করেছেন এবং আজ শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে এই জটিলতার সমাধান করা যেতে পারে বলে মনে করা হচ্ছে । এদিকে এই অনুপ্রবেশের ফলে ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়ে গেছে। এই অঞ্চলটিকে সংবেদনশীল বলে মনে করা হয় । এই সীমান্ত দিয়ে প্রায়শই চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে।।

