এইদিন ওয়েবডেস্ক,কটক,০৪ অক্টোবর : সময়টা তখন নব্বইয়ের দশক । বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে তখন কথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি ক্ষমতায় ৷ ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট জোট । আসামে কংগ্রেস ৷ কেন্দ্রেও কংগ্রেসের সরকার । দেশের সীমান্ত উন্মুক্ত । ভারতকে “লঙ্গরখানা” মনে করে দেদার ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর । বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলির সহানুভূতিশীল মানুষদের সৌজন্যে মিলে যাচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড প্রভৃতি পরিচয়পত্র । তারপর সুবিধামত দেশের বিভিন্ন রাজ্যে চাড়িয়ে গিয়ে অনুপ্রবেশকারীরা বিয়ে করে সংসার ফেঁদে বসে । এটা কোনো কল্পকাহিনী নয়, বরঞ্চ চুড়ান্ত বাস্তব ৷ স্বাধীনতার পর থেকে দীর্ঘ কয়েক দশক দেশে কথিত ধর্মনিরপেক্ষতার জোয়ার চলায় সেই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার তেমন আগ্রহ ছিল না কারোর । এখন বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে ধরপাকড় শুরু করেছে । কিন্তু ইতিমধ্যে দেশের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে । জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে বহু এলাকায় ।
দিন কয়েক আগে উড়িষ্যার কান্ধমাল জেলার কোটাগড় থেকে ৫৭ বছর বয়সী নাজির মোল্লার পরিচয়পত্র খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে উঠে যায় পুলিশের৷ সে নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে কোটাগড়ে বসবাস করছিলো। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ মুন্ডা স্ট্রিটের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় । স্ত্রী ও তিন বড়বড় ছেলেপিলে নিয়ে ভরপুর সংসার । পুলিশের জিজ্ঞাসাবাদের সময় নাজির স্বীকার করছে যে সে ১৯৯১ সালে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে৷ কয়েকদিন পর সে কাজের সন্ধানে কটকে পৌঁছে যায় । উড়িষ্যার কোটাগড়ে সে হকারি করতো এবং কিছুদিন পর স্থানীয় এক মেয়েকে বিয়েও করে নেয় ।
পুলিশ জানতে পারে যে, জন্ম শংসাপত্রে তার নাম নাজির মোল্লা, বাংলাদেশের মাগুরা জেলার মোহাম্মদপুর থানার চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা আবুল মুল্লার ছেলে সে । নাজিরের কাছে একটি ভুয়া ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং একটি ভারতীয় ভিসা রয়েছে । যেগুলিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে । এখন প্রশ্ন যে নাজির মোল্লাকে তার দেশে ফেরত পাঠালেও তার স্ত্রী ও সন্তানদের ক্ষেত্রে কি হবে ? কথিত সেকুলাররা কি নাজিরের পরিবারকে বাংলাদেশে ফেরত পাঠাতে দেবে ? অবশ্যই, মানবিকতার দোহাই দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আদালতে মামলা লড়বে বলে মন্তব্য করেছেন অনেকে ।।